TRENDING:

Mamata Banerjee: 'বুলডোজার দিয়ে ভেঙে দিন', নিজের পরিবারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মমতার

Last Updated:

এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েক দিন আগেই তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে৷ এমন কি, তাঁর পরিবারের সদস্যরা সরকারি সম্পত্তি বাজার মূল্যের চেয়ে কমে কিনে নিজেদের নামে করে নিয়েছেন, এমন অভিযোগও ছড়িয়েছে৷ এবার এই সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Mamata Banerjee on Sahid Diwas
Mamata Banerjee on Sahid Diwas
advertisement

এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ দিন পরিকাঠামো, শিল্প এবং চাকরি নিয়ে ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকের সদস্য রাজ্যের মুখ্যসচিব, ভূমি রাজস্ব সচিব সহ একাধিক মন্ত্রী৷ সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: দলের সাংসদ- মন্ত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে বকা খেলেন শ্রীকান্ত মাহাতো

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি৷ টিভি চ্যানেলে দেখাচ্ছে আমার পরিবারের লোকেরা নাকি সরকারি জায়গা দখল করে নিয়েছে৷ আমার পরিবারের সদস্যরা সবাই আলাদা আলাদা থাকে৷ আদালতে একটা মামলা দায়ের হয়েছে৷ তাঁরা এখনও কিছু বলার সুযোগ পায়নি৷ কিন্তু আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই৷ তাই মুখ্যসচিবকে বলেছি, এরকম সত্যি কিছু হয়ে থাকলে তদন্ত করে দেখুন৷ প্রমাণ পেলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিন৷ আমার থেকে অনুমতিও নেওয়ার দরকার নেই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত সোমবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভা মঞ্চ থেকেও এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা৷ এ দিনও তিনি বলেন, তাঁরা যে জমিতে থাকেন, সেিট রানি রাসমনির পরিবারের৷ সেখানে ঠিকা ভাড়াটে হিসেবে থাকেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আমার নিজের বিষয়টা জানি৷ আমার পরিবারের সদস্যরা এখন আলাদা থাকে৷ তাঁদের প্রমাণ আপনার তাঁদের থেকেই সংগ্রহ করে নেবেন৷ নিজের কাছে পরিষ্কার থাকতেই আমি এই নির্দেশ দিয়েছি৷ '

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বুলডোজার দিয়ে ভেঙে দিন', নিজের পরিবারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল