এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ দিন পরিকাঠামো, শিল্প এবং চাকরি নিয়ে ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকের সদস্য রাজ্যের মুখ্যসচিব, ভূমি রাজস্ব সচিব সহ একাধিক মন্ত্রী৷ সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: দলের সাংসদ- মন্ত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে বকা খেলেন শ্রীকান্ত মাহাতো
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি৷ টিভি চ্যানেলে দেখাচ্ছে আমার পরিবারের লোকেরা নাকি সরকারি জায়গা দখল করে নিয়েছে৷ আমার পরিবারের সদস্যরা সবাই আলাদা আলাদা থাকে৷ আদালতে একটা মামলা দায়ের হয়েছে৷ তাঁরা এখনও কিছু বলার সুযোগ পায়নি৷ কিন্তু আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই৷ তাই মুখ্যসচিবকে বলেছি, এরকম সত্যি কিছু হয়ে থাকলে তদন্ত করে দেখুন৷ প্রমাণ পেলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিন৷ আমার থেকে অনুমতিও নেওয়ার দরকার নেই৷'
গত সোমবার মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভা মঞ্চ থেকেও এই ইস্যুতে সরব হয়েছিলেন মমতা৷ এ দিনও তিনি বলেন, তাঁরা যে জমিতে থাকেন, সেিট রানি রাসমনির পরিবারের৷ সেখানে ঠিকা ভাড়াটে হিসেবে থাকেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আমার নিজের বিষয়টা জানি৷ আমার পরিবারের সদস্যরা এখন আলাদা থাকে৷ তাঁদের প্রমাণ আপনার তাঁদের থেকেই সংগ্রহ করে নেবেন৷ নিজের কাছে পরিষ্কার থাকতেই আমি এই নির্দেশ দিয়েছি৷ '