এদিন তৃণমূল কংগ্রেসের তরফে দুই নেতা ফিরহাদ হাকিম ও তাপস রায় জানিয়েছেন, ”আমরা রাজনৈতিক দল, আমাদের গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার আছে। আমরা তাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বেলা ১২’টা থেকে বিকেল ৪’টে পর্যন্ত এই কর্মসূচি করব।”
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক
advertisement
প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তা সংশোধন করে ব্লকে ব্লকে প্রতীকী কর্মসূচি গ্রহণ করতে বলেন। রাজ্যের শাসক দলের বক্তব্য, তাদের কর্মসূচির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাদের তরফে কারও বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা ছিল না।
আরও পড়ুন: দিল্লির পথে বিমল গুরুঙ্গ, গোর্খাল্যান্ড নিয়ে সুর চড়াতে রাজধানীতে ধর্না
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী ৫ তারিখের এই কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও একাধিক নেতা ওই দিন রাজনৈতিক কর্মসূচি পালনে স্থির ছিলেন। তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে৷ তার জেরেই কর্মসূচির দিন বদল। আগামী রবিবার এই কর্মসূচি অবশ্য কলকাতাতেও পালন করা হবে।