প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন নেতা, কর্মীদের একাংশ৷ পুরভোটের টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক নেতা, কর্মী৷ গোটা রাজ্যেই কার্যত এক ছবি দেখা যাচ্ছে৷
আরও পড়ুন: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা
তার উপরে সরকারি ভাবে যে তালিকা প্রকাশ করা হয়, তার বাইরেও তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ যে দুই তালিকার মধ্যে মিলও ছিল না৷ যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে৷
advertisement
আরও পড়ুন: পুরভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ? তৃণমূলের শীর্ষ মহল থেকে যে নির্দেশ গেল জেলায়-জেলায়...
এ দিন অবশ্য লখনউ রওনা হওয়ার আগে প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়{ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা প্রকাশ করেছেন, সেটাই চূড়ান্ত৷'
এর পাশাপাশি টিকিট না পেয়ে অসন্তোষের জেরে বিক্ষোভকেও গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, 'এগুলো সব আপনাদের তৈরি করা৷ সবাইকে তো সন্তুষ্ট করা সম্ভব নয়৷ কিছু জায়গায় শুধুমাত্র বিভ্রান্তি তৈরি হয়েছিল, আর কোনও সমস্যা নেই৷'