এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানে নাচ পরিবেশন করে মঞ্চ মাতালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ও সায়ন্তিকারা। গানে মাতালেন অদিতি মুন্সি ও ইন্দ্রনীল সেনরা। নাচের প্রশংসা মুখ্যমন্ত্রীর। উৎসবের গান নামে একটা অ্যালবাম প্রকাশ হল। এর কথা ও সুর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "জাগো বাংলায় এখন প্রথিতযশা লেখক-লেখিকারা লেখেন৷ আমি ঠাকুর নমস্কার করে, ট্রেডমিল করতে করতে জাগো বাংলা পড়ি৷ বাইরে গেলে হোয়াটসঅ্যাপে পাই। আমার ভালো লাগে পড়তে।" একইসঙ্গে এই পত্রিকা নিয়ে সমালোচকদের কটাক্ষের জবাব দিতে গিয়ে মমতা বলেন, "এই কাগজ সরকার থেকে এক পয়সা বিজ্ঞাপন নেয় না। তা সত্বেও একবার বিজ্ঞাপন নেওয়ায় নোটিশ দিল। আসলে 'তৃণমূল' ও 'জাগো বাংলা' দেখলেই হল। বাংলাকে বদনাম করা ওদের কাজ। মাটির নামে বদনাম করলে রাগ হয়। বামদের কাগজে বিজ্ঞাপন থাকত সরকারের।"
আরও পড়ুন: বৃষ্টিবিহীন রোদ ঝলমলে মহালয়া! পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট
মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সংস্কৃতি মাথা উঁচু করে চলার। বাইরে থেকে আসা কিছু লোক সোশ্যাল মিডিয়ার নাম করে উল্টোপাল্টা করছেন। এসব না করে তারা বাংলার উন্নয়নে নজর দিলে ভালো হত। আমাদের গাল দিন কিছু যায় আসে না। আমরা প্রতিহিংসাপরায়ণ নয়৷ তাই বদলা নয় বদল চাই বলেছিলাম। সেই কারণেই গ্রেফতার করাইনি ৩৪ বছরে। আর যারা দিল্লিতে বসে আছেন তারা জানুন ওটা দিল্লি কা লাড্ডু৷ যারা তরজা করছেন তারা বেশি করে করুন। আমাদের কাজ উন্নয়ন করা।"