মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগে বুথ লেবেল এজেন্টদের ডেটা চেয়েছে, এই কমিশন যথাযথ নয়। এজেন্ট কেনার চক্রান্ত করছে”। এজেন্ট কেনা, এজেন্সি দিয়ে ধরা এই সব করতে চাইছে। ব্লক লেভেল এজেন্টের নাম কেন দেব তোমাদের?”
advertisement
কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন,”বাংলাকে টার্গেট করছে। এর পর বাকি রাজ্য। এরা এজেন্সি দিয়ে সব দখল করতে চাইছে। বিহারে আর তিন মাস ভোট বাকি। আসলে বাংলাকে টার্গেট করছে। বাংলার মানুষ ও পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। ওরা ভেবেছে আমরা ভয় পাব। এর আগে হরিয়ানার ভোটার দিয়ে ভরিয়ে দিয়েছিল। ওরা ভেবেছে সবাইকে শ্রমিক। আসলে এর পিছনে বিজেপি। প্রচারকদের দিয়ে করানো হয়েছে।
ভোটার লিস্ট সংশোধন প্রসঙ্গে মমতা বলেন, “আমি অনুরোধ করব ইসিকে যথাযথ গাইডলাইন দিতে। যাতে মানুষের নাম অযথা বাদ না যায়। আসলে বাইরের লোক দিয়ে অনলাইনে রাজ্যে নাম বাড়ানোর ছক।” মমতার প্রশ্ন, “আপনি হেরে যাচ্ছেন, তাই কি এই সব করা হচ্ছে?”