TRENDING:

Mamata Banerjee on Migrant Workers: 'কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি', ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee on Migrant Workers: ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকে ফের একবার এ প্রসঙ্গে বার্তা দিলেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকেরা। নবান্ন সূত্রে খবর, ওড়িশায় বাংলার বহু পরিযায়ী শ্রমিক হামলা ও আক্রমণের মুখে পড়ছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠকে ফের একবার এ প্রসঙ্গে বার্তা দিলেন মমতা।
পরিযায়ী শ্রমিকদের বার্তা মমতার
পরিযায়ী শ্রমিকদের বার্তা মমতার
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার নাম সারা বিশ্বজুড়ে বদনাম করছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। বাংলাদেশের পরে এই সুযোগ নিচ্ছেন তো? এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা বাংলাদেশেই হয়। বাংলা ভাষায় কথা বলেছে বলে ওড়িশা থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের ২০ হাজার পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে ১.৫০ কোটি পরিযায়ী শ্রমিক আছেন অন্যান্য রাজ্যের। আমরা কিন্তু মানবিক, এটা মনে রাখবেন। আমি নিজে ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলাম। কেন হবে? চুপচাপ আছি। বেদনায় আছি।’

advertisement

আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত

কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায়। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

advertisement

আরও পড়ুন: সব বাড়ির ফ্রিজেই থাকে এই জিনিস, মাত্র সাতদিন মুখে লাগালে ত্বক হবে স্বচ্ছ কাচের মতো! বিউটিশিয়ানের টিপস

বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। নবান্নের তরফে জানানো হয়েছে, কোথাও কোনও সমস্যা হলে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Migrant Workers: 'কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি', ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল