তিনি বলেন, ‘গতকাল রাত থেকে যা বৃষ্টি হচ্ছে ১৯৭৮ সালে যা দুর্যোগ হয়েছে তার থেকেও বেশি। এই দুর্যোগ নিয়ে কেউ কেউ রাজনৈতিক মন্তব্য করছেন এটা করবেন না।। আমাদের ডিভিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, পাঞ্চেত মাইথন এদের জলে দক্ষিণবঙ্গ ভাসে। এরপরে যেটা বর্ষা হয়েছে সেটা অতিরিক্ত। জলটাকে বাড়িয়ে দিয়েছে। কলকাতায় আমরা জল জমা অনেক কমিয়ে দিয়েছি। এখানে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল। ওদিকে ডিভিসি, ফারাক্কা, আমাদের একটা টাকাও দেওয়া হয় না এগুলো ড্রেজিং করতে।’
advertisement
আরও পড়ুন: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
মমতা ক্ষোভ উগড়ে বলেন, ‘রাজনৈতিক দলের কাছ থেকে এইটুকু সৌজন্য আশা করতে পারি। উত্তরাখণ্ডে এত ধস নামার পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। দিল্লিতে জল ডুবে যাওয়া মহারাষ্ট্রতে জলে ডুবে যাওয়ার পরেও আমরা বলতে পারতাম। কিন্তু আমরা একটা কথা বলিনি। কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা রয়েছে। মনে রাখবেন প্রকৃতিটা আমাদের কন্ট্রোলে নেই। গঙ্গার যদি জল ধারণ ক্ষমতা কমে যায়, কলকাতার জলটা যে আমরা কোথায় ফেলব? আমাদের সরকার আসার পর আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে। কিন্তু বাইরের দায়িত্ব আমাদের কাঁধে আসছে। ৪-৫ মাস ধরে আমাদের বর্ষা চলছে।’
আরও পড়ুন: জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, সঙ্গী রানি-বিক্রান্ত! ছবি দেখে আবেগে ভাসছেন ফ্যানরা
মমতা আরও বলেন, ‘বর্ষা এবার তাড়াতাড়ি এসেছে, পুজো এবার তাড়াতাড়ি এসেছে। Nkda থেকে বলা হল মেট্রোর কাজ হচ্ছে তাদের সব জিনিস পড়ে গিয়ে নালা নর্দমা বন্ধ করে রেখেছে। এটা দায়িত্ব তাদের নিতে হবে যারা দিনের পর দিন জিনিস ফেলে রেখেছে। আপনারা বলুন যাতে ওঁরা দায়িত্বশীলতার ভূমিকা নেয়।’
আগেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি বলেছি, আজ থেকে সরকারি সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারি অফিসগুলি আগামী দু’দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারি অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ। ‘
সোমরাজ বন্দ্যোপাধ্যায়