Shah Rukh Khan Rani Mukerji Vikrant Massey: জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, সঙ্গী রানি-বিক্রান্ত! ছবি দেখে আবেগে ভাসছেন ফ্যানরা

Last Updated:
Shah Rukh Khan Rani Mukerji Vikrant Massey: প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
1/10
শাহরুখ খানের হাতে প্রথম জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস।
শাহরুখ খানের হাতে প্রথম জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস।
advertisement
2/10
প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
advertisement
3/10
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি 'কিং'-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ।
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি 'কিং'-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ।
advertisement
4/10
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
advertisement
5/10
রানিকে দেখা গেল চকোলেট রঙের শাড়ি ও গয়নার সাজে।
রানিকে দেখা গেল চকোলেট রঙের শাড়ি ও গয়নার সাজে।
advertisement
6/10
‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও।
‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও।
advertisement
7/10
সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
advertisement
8/10
বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল।
বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল।
advertisement
9/10
প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
advertisement
10/10
সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘শ্যাম বাহাদুর’-এর ঝুলিতে।
সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘শ্যাম বাহাদুর’-এর ঝুলিতে।
advertisement
advertisement
advertisement