TRENDING:

Mamata Banerjee: 'এক দেশ, এক ভোট' - বৈঠকে যোগ দিতে আজ দিল্লির পথে মমতা, ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো?

Last Updated:

Mamata Banerjee: ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। কেন্দ্রীয় সরকার এটি চালু করতে তৎপর। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে এই বিষয়ে গঠিত হয়েছে একটা কমিটি। সেই কমিটির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। কেন্দ্রীয় সরকার এটি চালু করতে তৎপর। যদিও একাধিক বিরোধী রাজনৈতিক দল এই ইস্যুতে তাদের আপত্তির কথা জানিয়েছে। বিশেষ করে ভারতের মত বহু ভাষাভাষী ও বহু সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকা দেশে এটি নিয়ে অনেকেই তাদের আপত্তির কথা জানিয়েছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে এই বিষয়ে গঠিত হয়েছে একটা কমিটি। সেই কমিটির বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লি যাচ্ছেন মমতা!
দিল্লি যাচ্ছেন মমতা!
advertisement

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে তাঁর আপত্তির কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমাদের ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্রের মধ্যে ঐক্য। এক একটা রাজ্যে, এক একটা আঞ্চলিক সমস্যা আছে। এক একটা সময়ে, এক একটা রাজ্যে নির্বাচন হয়। কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। কোথাও সংখ্যাগরিষ্ঠতা হয়, কোথাও সংখ্যালঘু হয়। অনেক সময় সরকার হলেও কিনে নেওয়া হচ্ছে। এই যে সমস্যাগুলো…”

advertisement

মমতা বলেন, “একসঙ্গে নির্বাচন করালে আমার কী? আমাদের তো ভালই। একবার খাটতে হবে। কিন্তু, সমস্যাটা কী জানেন? যদি কোনও রাজ্য সংখ্যাগরিষ্ঠতা না পায়, তা হলে কী হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্মেন্টের দিকে চলে যাচ্ছি? এক দেশ, এক ভোট মানে আখের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন। যেটা আমেরিকায় রয়েছে।”

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমাদের ভারত গণতান্ত্রিক দেশ। আমাদের এখানে এক এক সময়ে এক একটা রাজ্যের নির্বাচন হয়। কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। এখন ভারত সরকারেরই যদি ‘স্টেবিলিটি’ না থাকে, তখন কী হবে? ভারত সরকার পড়ে গেল! সঙ্গে সঙ্গে রাজ্যগুলোও পড়ে যাবে?”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি সরকারের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ” আপনারা দেখবেন, গত ৩ বছরে কী ভাবে ৩টি সরকারকে ফেলে দিয়েছে কেন্দ্রের সরকার! এক দেশ, এক ভোট হলে যে এমনটা হবে না, সে নিশ্চয়তা কে দেবে? এই বিষয়টি নিয়ে সহমত। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাতে সহমত হতে পারছি না। কারণ, এটা সম্ভব নয়। এটা গ্রহণযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঙ্গিকে এটা ঠিক নয়।”এই ইস্যু নিয়েই তিনি বক্তব্য পেশ করবেন বলে সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এক দেশ, এক ভোট' - বৈঠকে যোগ দিতে আজ দিল্লির পথে মমতা, ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল