মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিনিয়র ডাক্তারদের স্যালারি ১৫ হাজার বাড়ালাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি ১৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টার্ন, হাউজস্টাফ, পিজিটি-দের জন্য ১০ হাজার টাকা বাড়ালাম।’
আরও পড়ুন: কোন খাবারে সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে বলুন তো? অকালে হাড় ভেঙে পড়ে থাকতে না চাইলে জানুন ও খান
হিসেব অনুযায়ী এই বেতন বৃদ্ধির ফলে টাকার অঙ্ক দাঁড়াল, সিনিয়র ডিপ্লোমা চিকিৎসকদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে হল ৮০ হাজার টাকা। সিনিয়র ডিগ্রি চিকিৎসকদের বেতন বেড়ে হল ৭০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা। এবং পিডিটি এস আর-দের বেতন বেড়ে দাঁড়াল ৭৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল কিনে খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন আসল খেজুর কোনটা? ঠকে না গিয়ে জানুন
এরই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর আর্জি, ‘বিদেশে যাবেন না। বাংলায় থাকুন। লোহার শিকল আর বেড়ি অসম্মানজনক। BMOH দের BDO’র মতো ভাতা এটা করতে পারব না। আমি ১৫ দিনের বাড়াব। সরকারি পরিষেবা হাসপাতালে দিন। মানুষ চিরদিন বাঁচে না। তাঁদের কৃতিত্ব বাঁচে। মানুষ ডাক্তারদের ভগবান ভাবে। মেদিনীপুর কেসে নেগলিজেন্স ছিল। জুনিয়রদের সাসপেনশন তুলে নিলাম। তাঁদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছি।’
আবীর ঘোষাল