সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন দলনেত্রী৷ "বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷"
advertisement
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, আজ নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশ! নজর বিরোধীদেরও
আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!
সাংগঠনিক দিক থেকে বুথকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরুতেই তাই নেতাজি ইন্ডোরে প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে সভা করে জোড়াফুল শিবির৷ সেখান থেকেই নতুন স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা- 'জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই৷'