TRENDING:

Mamata Banerjee News: মার্চেই লন্ডন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অক্সফোর্ডে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee News: ২০২০ সালেও অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল, স্থগিত থাকছে ওই অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার লন্ডন সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া ছাড়াও শিল্প নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৮ মার্চ লন্ডন হয়ে ২৯ মার্চ কলকাতা ফেরার কথা তাঁর।
লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
advertisement

এর আগে ২০২০ সালেও অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল, স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছিল অক্সফোর্ড ইউনিয়ন।

আরও পড়ুন: বাড়িতে ডেকে অবাধ যৌনতা, আর সেই ভিডিও…! কংগ্রেস নেত্রীর সুটকেসে দেহ, ভয়ঙ্কর দাবি ‘খুনি’র! শুনে চমকে উঠবেন

advertisement

২০১৫ সালেও লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হয়েছিলেন রাজ্যের তৎকালীন কয়েকজন মন্ত্রীও। সেই সময় বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৎকলীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার তৎকলীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ছাড়াও সঙ্গী ছিলেন সুগত বসু, ডেরেক ও’ব্রায়েনরা।

২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি। সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। সেই সময় জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেওয়ার জন্য। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যাযের লড়াই এবং সাফল্যের কথা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শুনতে চাই। তাই এই আমন্ত্রণ জানিয়ে গেলাম।’ অবশেষে সেই অক্সফোর্ডে এবার বক্তব্য রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee News: মার্চেই লন্ডন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অক্সফোর্ডে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল