বেতন বাড়ানোর আগে মমতা বলেছিলেন, গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই বেতনের পাশাপাশি মন্ত্রী ও বিধায়কদের বিভিন্ন ধরনের ভাতাও থাকে। সেই বেতন ও ভাতা একত্রিত করলে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক এতদিন মাসে ৮২ হাজার টাকা করে পেতেন। বর্ধিত বেতন পরিকাঠামোয়, রাজ্যের প্রত্যেক বিধায়ক বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট পাবেন ১ লাখ ২২ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় তো জেলে, ইডি-র কাছে কে এলেন? নাম শুনে চমকে যাবেন নেতা নিজেও
এদিন বিরোধী বিশেষত বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”১০০ দিনের কাজ করে যারা দিনের পর দিন টাকা পেলেন না তখন। তাদের জন্য তো হৃদয় কাঁদে না। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন। বাংলা একমাত্র রাজ্য যারা অবসরকালীন ভাতা দেয়। বিজেপির কিছু ফেউ হয়েছে, যারা বিভাজন করে বেড়ায়। তাদের মুখে বঞ্চনার কথা শোনা যায় না।”
আরও পড়ুন: স্বামীর অস্বাভাবিক মৃত্যু, তার জন্য স্ত্রীর সঙ্গে…! ছিঃ! বসিরহাটে জঘন্য ঘটনা
রীতিমতো রুষ্ট হয়ে তিনি বলেন, ”কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারের গিয়ে কাজে যোগ দিন। আমরা তো আটকাইনি। মনে রাখুন কেন্দ্রীয় সরকার ৩-৪ দিন ছুটি দেয়। আর আমরা ৪০-৪৫ দিন ছুটি দিই। এই গুলো মাথায় রাখবেন।”