সোমবার বিধানসভায় গতকালের ভিনরাজ্যের ভোট নিয়ে মন্তব্যের মাঝেই পাহাড় সফরের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি পাহাড়ে যাচ্ছি। আমি সাধারণত বাড়ির অনুষ্ঠানে থাকি না। অনেকে ভাবে পাহাড় আইসোলেটেড। আমার ভাইপো ডাক্তার, সে বিয়ে করছে কার্শিয়ংয়ে। সেখানে বরকর্তা ফিরহাদ হাকিম। এটাই সোনার বাংলা। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক গড়তে আমি যাচ্ছি।’
advertisement
আরও পড়ুন: শীতে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি! রোজ এলাচ দিয়ে রান্না করলে দারুণ উপকার পাবেন, জানুন
আবেশ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসেছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে। তবে কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশন হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: জয়েন্টের ব্যথা? পা ফুলে ঢোল? কাবু না হয়ে অপরিহার্য এই শুকনো ফল খান, হাতেনাতে উপকার!
ব্যক্তিগত কারণ ছাড়াও উত্তরবঙ্গে প্রশাসনিক কাজ রয়েছে মুখ্যমন্ত্রীর। চলতি সপ্তাহে বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে পাট্টা প্রদানের কর্মসূচি রয়েছে তাঁর। ৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮’জেলাকে নিয়ে ‘বিজনেস সামিট’-এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। চব্বিশের লোকসভা ভোটের আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আবীর ঘোষাল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F