সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ কালীঘাটে বৈঠকে বসবেন নেত্রী। সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও সংগঠনের দায়িত্বে থাকা সকলকেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ সন্তানের কানে ব্যথা মানেই ঠান্ডার জন্য নয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
advertisement
২০২৩ সালের মে মাসে শালবনীর সভা থেকে দলের নেতাদের দ্বন্দ্ব সরিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকে বেশ কয়েকজনের নামও নিয়েলেন। তবে পঞ্চায়েত ভোটে ভাল ফল হলেও জেলা নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত বেশ কয়েক জায়গায়। আর এই জেলায় লোকসভার এক আসন বিজেপির এক আসন তৃণমূলের।
এ ছাড়া, ঝাড়গ্রাম ও আরামবাগ লোকসভা আসন এই জেলার সঙ্গে যুক্ত।ফলে লোকসভার প্রস্তুতিতে দল কীভাবে কাজ করবে সেই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল ধরে দেখলে পূর্ব মেদিনীপুরের ঘাটাল লোকসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৩,২৩১ ভোটে।
অন্যদিকে, দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুর সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৩,৭১৬ ভোটে।
ঘাটাল
তৃণমূল কংগ্রেস – ৭,১৭,৯৫৯
বিজেপি – ৬,০৯,৯৮৬
বামফ্রন্ট – ৯৭,০৬০
কংগ্রেস – ৩২,৮৩৯
অন্যান্য – ১৭,১৬৪
মেদিনীপুর
তৃণমূল কংগ্রেস – ৫,৯৬,৯৯০
বিজেপি – ৬,৮৭,৫৮১
বামফ্রন্ট – ৬২,৪০৬
কংগ্রেস – ২০,৮৪৫
অন্যান্য – ৩০,০১৭
তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব মোট ভোট পেয়েছিলেন ৪৮.৬৭ শতাংশ, অন্যদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ পেয়েছিলেন ৪১.৩৫ শতাংশ
তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়ার প্রাপ্ত ভোট ৪২.৭১ শতাংশ। বিজয়ী প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ পেয়েছিলেন ৪৮.১৯ শতাংশ। সবচেয়ে বেশি লিড দিয়েছিল খড়গপুর সদর এবং এগরা।
আবীর ঘোষাল