Child Health Care: সন্তানের কানে ব্যথা মানেই ঠান্ডার জন্য নয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Child Health Care: শিশুদের নাক কান গলার সমস্যা হলে কী ব্যবস্থা নিতে হবে তা সবিস্তারে তুলে ধরলেন চিকিৎসক ।
মেদিনীপুর: সারা বছর নানাবিধ সমস্যার পাশাপাশি শীতকালে শিশুদের একাধিক সমস্যা দেখা যায়। যার মধ্যে অন্যতম কানের সমস্যা। এ ছাড়াও গলা কিংবা নাকের সমস্যায় ভুগতে হয় শিশু থেকে বৃদ্ধ সকলকে। কান, নাক কিংবা গলার সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? কীভাবে সুস্থ রাখা যাবে নিজেকে, তুলে ধরলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অমিত বিক্রম মাইতি।
শীতকালে শিশুদের নানাবিধ সমস্যা নিয়ে পরিবারের সকলকেই সমস্যায় পড়তে হয়। যার মধ্যে মূলত কানের সমস্যা। শিশুদের কান ব্যথা হলে স্বাভাবিকভাবে মনে করা হয় কানের ভিতরে জমতে থাকা ময়লা থেকে ব্যথা হয়, কিন্তু আদতে তা নয়।
আরও পড়ুনঃ লেবুর টুকরোর সঙ্গে ১০ টাকার এই পাউডার, মুহূর্তে গ্যাসের বার্নার ঝকমক করবে
কানের মধ্যে সামান্য জলীয় পদার্থ থেকে এই কান ব্যথা হতে পারে, যা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ানো উচিত। ছোট ছোট শিশুদের নাকের ভিতরে ছোলার দানা, মটর দানা, পেন্সিলের শীষ ঢুকে যায়। এরপর বিভ্রান্ত হয়ে পড়েন পরিবারের সকলে। তখন নিজেরাই নাক থেকে বের করানোর চেষ্টা করেন। স্বাভাবিকভাবে তা থেকে বড় কোনও বিপদ হতে পারে। তাই এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
advertisement
advertisement
শিশুদের নাক থেকে রক্ত পড়ার মতো ঘটনা হামেশাই ঘটে। তবে সে ক্ষেত্রে প্রাথমিকভাবে ভয়ের কোনও কারণ নেই। শিশুরা নাক চুলকানোর ফলে রক্ত বের হতে পারে। তবে যদি সেই ব্লিডিং বা রক্তক্ষরণ না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া জরুরি। বর্তমানে করোনার নানা স্ট্রেন পরিলক্ষিত হচ্ছে। তাই ভিড় স্থানে গেলে বা বাজারে বের হলে মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক অমিত বিক্রম মাইতি।
advertisement
সামান্য পরিচর্যা করলে নিজেকে সুস্থ রাখা যাবে পাশাপাশি নিজের সন্তান ও শিশুদের সুস্থ রাখা যায়। এ ছাড়াও রাত্রে ঘুমোনোর সময় জানালার একটি পাল্লা খুলে ঘুমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে যে কোনও সমস্যা সৃষ্টি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 8:57 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Health Care: সন্তানের কানে ব্যথা মানেই ঠান্ডার জন্য নয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন