TRENDING:

Mamata Banerjee: নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, গ্রিভেন্স সেল নিয়ে আজ ১৫টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

আজ দুপুর ১২টা থেকে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছ থেকে আসা অভিযোগের নিষ্পত্তি কতটা দ্রুত হচ্ছে, সেই বিষয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগেই সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিকে লক্ষ্য রেখে আজ, সোমবার দুপুর ১২টা থেকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেল নিয়ে বিশেষ বৈঠক করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতরগুলি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সময় যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি নিষ্পত্তি কতটা দ্রুত করছে সেই বিষয়ে জানতে চাইবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলির সঙ্গে দফতরগুলির সমন্বয় কতটা হচ্ছে এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য, সে বিষয়েও জানতে চাইবেন মুখ্যমন্ত্রী।
নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, গ্রিভেন্স সেল নিয়ে আজ ১৫টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, গ্রিভেন্স সেল নিয়ে আজ ১৫টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন- আয়কর দফতরের কড়া নিয়ম; এসব ভুলেও করে থাকলে মাশুল গুণতে হবে আপনাকে!

একাধিক প্রশাসনিক বৈঠকে জেলাগুলির সঙ্গে বিভিন্ন দফতরের সমন্বয় সাধনের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতা আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য গ্রিভেনস সেল তৈরি করেন। অভিযোগ জানানোর নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেই অভিযোগের নিষ্পত্তি করার কথাও বলা হয়েছে। সম্প্রতি মুখ্যসচিবও এই অভিযোগের নিষ্পত্তির প্রেক্ষিত নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে করেছেন। বিভিন্ন জেলায় জেলায় যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি যাতে দ্রুত করা হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন খোদ মুখ্য সচিব। সম্প্রতি একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন- রাশিফল ২৭ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে জেলায় জেলায় গিয়ে উপভোক্তাদের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর পরপরই সাধারণ মানুষের অভিযোগে নিষ্পত্তি নিয়ে এই পর্যালোচনা বৈঠক রাজনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগের নিষ্পত্তি করার গতি যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে দফতরগুলিকে নির্দিষ্ট কিছু নির্দেশ দিতে পারেন খোদ মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিভিন্ন দফতরের তরফে অভিযোগের কত নিষ্পত্তি করা হয়েছে সে নিয়েও দফতরগুলি পৃথক পৃথকভাবে বৈঠক করেছে। সব মিলিয়ে এদিন যে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বিশেষ নজরে থাকছে রাজ্য রাজনীতির তাতে কোনও সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, গ্রিভেন্স সেল নিয়ে আজ ১৫টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল