বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে মাঝেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, “পূর্ত দপ্তর একটা সংস্থাকে কী করে এক বছরের জন্য একটি কাজের বরাত দেয়?” বৈঠকের মাঝে এমন উষ্মাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এমন বলেন, “পুলক (রায়) যোগ দেওয়ার আগেই এটা হয়েছে। মলয় ঘটকের সময় এটা হয়েছে।” বৈঠকে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: সোনার গয়না পড়ে রাস্তায় বেরোচ্ছেন! সাবধান! আপনার সঙ্গেও ঘটতে পারে এই ঘটনা
এদিনের বৈঠকে রীতিমতো রাফ অ্যান্ড টাফ ভূমিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কাজের ওপর যোগ্যতা বিচার হবে।” রাজ্যের একাধিক প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন কড়া বার্তা। বৈঠকে মুখ্যমন্ত্রী এমনও বলেন, ”যারা ভাল কাজ করবে, তাদের তিন – চারবার রাখব। যারা ভাল কাজ করবে না, তাদের অন্য জায়গায় নিয়ে আসব। অনেক জেলাশাসক – পুলিশ সুপারের কাজে গড়িমসি পাচ্ছি। তাদের কাজ নিয়ে আপনারা দেখুন।” মুখ্য মুখ্য সচিব কে উদ্দেশ্য করে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: কী চরম দুর্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে! যা বললেন আইনজীবী, মাথায় হাত অনুগামীদের
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিকেল সাড়ে চারটা থেকে নবান্ন সভাঘরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিনিয়োগের প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এহেন কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।