TRENDING:

Mamata Banerjee: 'এখানে কতজন পড়াশোনা করতে চাও?' ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মমতার

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী জানান, ''ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এখানে পড়াশোনার ব্যবস্থা করে দেব। আমরা একটা লিমিট করে দেব যাতে বেশি টাকা না নেয়। ইন্টার্নশিপে আমরা সরকারি মেডিক্যাল কলেজে অ্যালাউ করব।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইউক্রেন (Bengal Students From Ukraine) ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়া ওই পড়ুয়াদের সার্বিকভাবে আশ্বস্তও করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সব ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জানতে চান, ''এখানে থেকে কতজন পড়াশোনা করতে চাও? আমরা তোমাদের পাশেই আছি।'' বেশিরভাগ পডু়য়ারাই মুখ্যমন্ত্রীর আবেদনে সদর্থক প্রতিক্রিয়া দেন। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ''ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এখানে পড়াশোনার ব্যবস্থা করে দেব। আমরা একটা লিমিট করে দেব যাতে বেশি টাকা না নেয়। ইন্টার্নশিপে আমরা সরকারি মেডিক্যাল কলেজে অ্যালাউ করব।''
কী বললেন মুখ্যমন্ত্রী?
কী বললেন মুখ্যমন্ত্রী?
advertisement

মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আমরা স্টাইপেন দেব। শুধু একটা কাউন্সিলিং করব। চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ বর্ষের জন্য আমি মেডিক্যাল কাউন্সিলকে লিখব, যাতে তারা এখানে ইন্টার্নশিপ করতে পারে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কেউ যদি নতুন করে শুরু করতে চাও, স্পেশাল ব্যবস্থা করে শুরু করতে পারি। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য এই সুযোগ রেডি থাকবে। মেডিক্যাল কমিশন যদি অ্যালাউ করে তাদের প্রাইভেট কলেজগুলোতে পড়ার ব্যাবস্থা করতে পারি। এটা আমরা লিখব। আমরা যদি অনুমতি পেয়ে যাই, তাহলে সরকারি রেটে ভর্তি করতে হবে।''

advertisement

আরও পড়ুন: 'আমি নিরাপদ নই', প্রবল চাপের মুখে তোলপাড় অনুব্রত মণ্ডলের! গেল না দুশ্চিন্তাও

তিনি জানান, ''আমরা আজকেই লিখছি মেডিক্যাল কমিশনকে। যারা এখন পড়ছেন, তাদের সিটটাও যাতে বাড়ানো যায়, সেটাও আমরা লিখছি। স্বাস্থ্য সচিবকে বলব হাতে হাতে দিল্লিতে গিয়ে চিঠিটা দাও। আমরা এই সুযোগটা পেলে অন্যান্য রাজ্যও সুযোগ পাবে। এটা পেতে সময় লাগবে। আর যারা কাজ হারিয়েছ, তোমাদেরটা আমরা ব্যবস্থা করে দেব।" একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই সকল অনুমতি পেতে সমস্যা হলে তোমাদের নিয়ে আমি দিল্লি যাব।''

advertisement

আরও পড়ুন:  'কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানান'! জাগো বাংলা'য় কেন এমন লিখল তৃণমূল?

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ''আমাদের ৩ মাস সময় লাগবে।অফলাইনে প্র্যাকটিক্যাল করার সুযোগ করে দেব। নিজের মাটি সব থেকে ভালো। স্টুডেন্টস ক্রেডিট কার্ডও তোমাদের জন্য করে দেব।'' মুখ্যমন্ত্রীর সামনেই ইউক্রেন ফেরৎ এক ছাত্র অভিযোগ করেন, ''কেন্দ্রীয় সরকার আমাদের সেইভাবে হেল্প করেনি। যখন আমরা আটকে ছিলাম।'' প্রসঙ্গত, ইউক্রেন থেকে ফেরত আসা ৩৯১ জন পড়ুয়া এসেছিলেন আজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এখানে কতজন পড়াশোনা করতে চাও?' ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল