TRENDING:

TMC: এবার রাজ্য কমিটি, রাশ ধরেছেন দলনেত্রী, বড় বদল অপেক্ষা করছে তৃণমূলে?

Last Updated:

TMC: জাতীয় স্তরের পরে এবার রাজ্য কমিটি। ঢেলে সাজানো হবে তৃণমূলের সংগঠন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতীয় কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যেই বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা হয়ে গেছে। নবীন-প্রবীণ মিলিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে জাতীয় স্তরের কমিটি। এবার শীঘ্রই রাজ্য কমিটি গড়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, গত পরশু জাতীয় কর্মসমিতির বৈঠকে এই বিষয় তিনি জানিয়ে দিয়েছেন দলের নেতাদের। প্রসঙ্গত, দোল উৎসবের আগেই এই রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
নির্দলদের নিয়ে কঠোর বার্তা মমতার৷
নির্দলদের নিয়ে কঠোর বার্তা মমতার৷
advertisement

শনিবারই জাতীয় স্তরের কমিটিতে সহ সভাপতির সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার করেছেন মমতা বন্দোপাধ্যায়। নতুন সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে৷ ধাপে ধাপে রাজ্য স্তরেও বাকি কমিটি গঠন করে দেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন যে শাখা সংগঠনগুলি রয়েছে সেগুলিকেও খোলনলচে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বড় খবর! নাম বাদ মুকুল-শোভন-সব্যসাচীর! কোথা থেকে, কেন বাদ গেল ত্রয়ীর নাম?

advertisement

তৃণমূল সূত্রে খবর, জাতীয় স্তরের কমিটিতে যেমন সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখে চলা হচ্ছে। তেমনি রাজ্য কমিটিতে সিনিয়র-জুনিয়র ভারসাম্য বজায় রেখেই গড়ে দেওয়া হবে। দলীয় সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠকে বলেছেন, নবীনরা স্বাগত, তবে,ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। ফলে ধরে নেওয়া হচ্ছে রাজ্য কমিটিতেও সেই ছাপ থাকবে। ফলে ধরে নেওয়া হচ্ছে সিনিয়র-জুনিয়র মিলিয়েই দলকে আরও শক্তিশালী করে তুলতে চান তিনি। আর সে কারণেই শীঘ্রই দলের রাজ্য কমিটি ঘোষণা করে দিতে পারেন তিনি৷ ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ তিনি দিয়েছেন বলে সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: রবিবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া! এই জেলাগুলিতে আসছে বৃষ্টি, যা হতে চলেছে...

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আপাতত দলের সব শীর্ষ নেতারা ব্যস্ত রাজ্যের ১০৮ পুরসভার ভোটে। সেটা মিটলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তৃণমূলের মূল লক্ষ্য তিনি বুঝিয়ে দিয়েছেন, শুধু সংগঠন গড়ে তোলাই নয়। একেবারে তৃণমূল স্তর অবধি দলের আদর্শ পৌছে দিতে হবে। এই দল সকলের। কাউকে দূরে সরিয়ে রাখা নয়। সকলকে আপন করে নিতে হবে। এই বার্তা সকল স্তরেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে।দলীয় সূত্রে খবর, এই কাজ সমাপ্ত হলে ধাপে ধাপে জেলা ও ব্লক কমিটিও সাজিয়ে ফেলা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: এবার রাজ্য কমিটি, রাশ ধরেছেন দলনেত্রী, বড় বদল অপেক্ষা করছে তৃণমূলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল