TRENDING:

Mamata Banerjee: উপনির্বাচনের আগে ভবানীপুরে জনসংযোগ? হঠাৎ টিকাকরণ কেন্দ্রে হাজির মমতা

Last Updated:

কালীঘাট দমকল কেন্দ্রের উল্টোদিকে কলকাতা পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ সেই সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ চলছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্নে যাওয়ার পথে এ দিন হঠাৎই ভবানীপুরে কলকাতা পুরসভার একটি টিকাকরণ কেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টিকা দান ঠিক মতো হচ্ছে কি না, সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তা জেনে নেন মুখ্যমন্ত্রী৷ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ মনে করা হচ্ছে, একদিকে করোনা টিকাকরণ নিয়ে খোঁজখবর যেমন তিনি নিলেন, পাশাপাশি নিজের কেন্দ্রে জনসংযোগও সেরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

রোজকার মতোই এ দিন নবান্নে যাওয়ার জন্য কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীঘাট দমকল কেন্দ্রের উল্টোদিকে কলকাতা পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়েন তিনি৷ সেই সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ চলছিল৷ স্বাস্থ্যকেন্দ্রের বাইরেও অনেকে অপেক্ষা করছিলেন৷ গাড়ি থামিয়ে হঠাৎই সেখানে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীকে দেখে অবাক হয়ে যান সকলেই৷ অনেকেই তাঁর উদ্দেশে হাতও নাড়ান৷ পাল্টা তাঁদের উদ্দেশে নমস্কার করেন মুখ্যমন্ত্রী৷

advertisement

টিকাকরণ কেন্দ্রে ঢুকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ টিকার জোগান ঠিক মতো হচ্ছে কি না, অন্য কোনও অসুবিধা আছে কি না, তা খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পাশাপাশি যাঁরা টিকা নিতে এসেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেন তিনি৷ টিকা নেওয়ার পাশাপাশি প্রত্যেককে যথাযথ ভাবে করোনা বিধি মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী৷ বেশ কিছুক্ষণ ওই টিকাকরণ কেন্দ্রে থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন মমতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ইতিমধ্যেই রাজ্যের পাঁচটি আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন৷ কয়েক দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে৷ যেহেতু উপনির্বাচন এবং করোনা অতিমারি চলছে, তাই প্রচারেও খুব বেশি সময় পাওয়ার সম্ভাবনা কম৷ সাত দিনের প্রচারেই নির্বাচন করানোর পক্ষে তৃণমূল৷ উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা নিজেই৷ চেনা কেন্দ্র হলেও এ দিন টিকাকরণ কেন্দ্রে গিয়ে আমজনতার সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী জনসংযোগের কাজ কিছুটা এগিয়ে রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: উপনির্বাচনের আগে ভবানীপুরে জনসংযোগ? হঠাৎ টিকাকরণ কেন্দ্রে হাজির মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল