TRENDING:

২০ লক্ষ পাকা বাড়ি, ইংরেজি মাধ্যম স্কুল! আদিবাসী, তফশিলিদের মন জয়ে বাজেটে কল্পতরু মমতা

Last Updated:

এ দিন নিজেই অন্তর্বর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী৷ যদিও বাজেট বক্তৃতা বয়কট করেন বিরোধীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হোক না অন্তর্বর্তী বাজেট৷ কিন্তু ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ে প্রত্যাশিত ভাবেই কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশেষ জোর দিলেন তপশিলি জাতি এবং আদিবাসীদের মন জয়ে৷ বাদ যায়নি হিন্দিভাষী, নেপালি থেকে শুরু করে অন্যান্য ভাষাভাষি মানুষও৷
advertisement

এ দিন আদিবাসী এবং তফশিলি জাতিদের জন্য সব মিলিয়ে কয়েকশো নতুন স্কুল তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে রয়েছে আগামী তিন বছরের মধ্যে তফশিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল৷ এই স্কুলগুলির জন্য নিয়োগ করা হবে ৩০০ পার্শ্বশিক্ষক৷ এর পাশাপাশি অলচিকি ভাষাতেও রাজ্যে ৫০০টি নতুন স্কুল তৈরি করা হবে৷ অলচিকি ভাষার এই স্কুল গুলির জন্য নিয়োগ করা হবে দেড় হাজার প্যারা টিচার৷ এর ছাড়াও নেপালি, হিন্দি ভাষাতেও নতুন স্কুল এবং শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ সব মাদ্রাসাই রাজ্যের অনুদান পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই সমস্ত প্রকল্পের জন্য ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

এর পাশাপাশি আদিবাসী, তফশিলি জাতিদের জন্য ২০ লক্ষ পাকা বাড়ি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত কাঁচা বাড়ি আছে সব পাকা করা হবে৷ এর জন্য মোট দেড় হাজার কোটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

লোকসভা নির্বাচনে শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আদিবাসী, তফশিলিরা৷ বিধানসভা নির্বাচনের আগে তাই তাঁদের মন জয়ে মরিয়া চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু আদিবাসী বা তফশিলি জাতি নয়, বয়স্কদের ভাতা থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি বা উড়ালপুল নির্মাণ- সবক্ষেত্রেই হাত উপুড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০ লক্ষ পাকা বাড়ি, ইংরেজি মাধ্যম স্কুল! আদিবাসী, তফশিলিদের মন জয়ে বাজেটে কল্পতরু মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল