এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার তিনি ভারতীয় হাই কমিশনে বৈঠক করবেন। এর পর মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হবে বড় শিল্প বৈঠক, যেখানে একাধিক আন্তর্জাতিক শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরবেন। রাজ্যের তরফে একটি শিল্প প্রতিনিধি দলও লন্ডনে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো নিয়ে তথ্য উপস্থাপন করবে।
advertisement
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে (Kellogg College) নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। শুক্রবার লন্ডন থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী এবং শনিবার তাঁর কলকাতায় ফেরার কথা।
প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল।
খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা…তাতেই ‘খেল’ খতম! ‘ন্যাচারাল’ টোটকায় জব্দ হাজার সমস্যা!
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে। আগে গ্যাটউইক বিমানবন্দরে বিকল্প অবতরণের কথা ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।