নবান্ন সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ, ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেবেন মমতা। ১৩ সেপ্টেম্বর সে অর্থে কোনও কর্মসূচি নেই তাঁর৷ কিন্তু, ১৪ সেপ্টেম্বর ‘লা লিগা’ টুর্নামেন্ট আয়োজককারী সংস্থা ‘স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের’ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। এই সফরে থাকার কথা রয়েছে ফুটবলার সুনীল ছেত্রীরও।
আরও পড়ুন: শাহরুখ খানের মুখে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা! পোস্টে লিখলেন, ‘আপনার নেতৃত্বেই আমরা….’
advertisement
শুধু সুনীল ছেত্রীই নন, মমতার এই বিদেশসফরে সঙ্গী হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ এর পাশাপাশি এ রাজ্য থেকে বণিকসভার এক প্রতিনিধি দলও যোগ দেবেন মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে। নবান্ন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিদেশ সফরে যাবেন।
জানা গিয়েছে ,আগামী ১৫ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদে স্থানীয় শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানকার বণিকসভার প্রতিনিধিদের সামনে রাজ্যের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বিশদে ব্যাখ্যা করার কথা তাঁর। তারপর ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা দেবেন বার্সেলোনার উদ্দেশে। ১৭ সেপ্টেম্বর বার্সেলোনায় ‘প্রবাসী বাঙালিদের’ সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর।
আরও পড়ুন: কুন্তল-কাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ রিপোর্ট তলব! ‘ক্ষুব্ধ’ সিবিআই গেল হাইকোর্টে
১৮ সেপ্টেম্বর কোনও কর্মসূচি না থাকলেও ১৯ সেপ্টেম্বর বার্সেলোনায় বণিকসভার সদস্যদের সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বার্সেলোনায় থাকা ভারতীয় অনাবাসী শিল্পপতি থেকে শুরু করে বিদেশের বিভিন্ন শিল্পপতিদের সামনে পশ্চিমবঙ্গের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।
এরপর ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বার্সেলোনা থেকে রওনা দেবেন দুবাইয়ের উদ্দেশে। ২১ সেপ্টেম্বর দুবাইতেও প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করার কথা তাঁর। ২২ সেপ্টেম্বর দুবাইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক। তারপর ২৩-এ ফের কলকাতায় ফেরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়