শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর পারস্পরিক সৌজন্যের সাক্ষী থাকে বিধানসভা৷ মমতার ডাকে সাড়া দিয়ে তাঁর ঘরে যান শুভেন্দু৷ যদিও বক্তব্য রাখার সময় সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের না ডাকা এবং প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন: মমতার পায়ে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর! 'কেমন আছিস', জানতে চাইলেন মুখ্যমন্ত্রীও
advertisement
এর পরেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর তোলা অভিযোগ খারিজ করে দেন মুখ্যমন্ত্রী৷ তিনি দাবি করেন, বিরোধী দলনেতা যা অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ঠিক নয়৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এর আগে মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি৷ রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিজেপি রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা- কেউই আসেননি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, 'আমরা লোকসভায় তৃতীয় বৃহত্তম দল৷ এতগুলি কমিটির একটিতেও আমাদের কাউকে চেয়ারম্যান করা হয়নি৷ এটা বাংলাকে অপমান৷ বিজিবিএস-এ (বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন) আপনারা আসেন না কেন? আপনারা আসুন৷ যা জানেন না সেটা বলবেন না৷ আমরা সব মন্ত্রীকে ডাকিনা। রাজ্যপাল শপথ নিলেন। বিজেপি রাজ্য সভাপতিকে আমন্ত্রণ করেছিলাম। বিরোধী দলনেতা ও উনি গেলেন না৷ বিমান বসুকে ধন্যবাদ, তিনি এসেছিলেন। আমি ফিল্ম ফেস্টিভ্যাল আপনাদের আজ আমন্ত্রণ করলাম। আপনারা বিরোধী দলের সবাই আসুন৷'
অধিবেশনের পর মুখ্যমন্ত্রী বিধানসভারই স্মারক ভবনের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন৷ যদিও আমন্ত্রণ পত্রে নাম না থাকায় সেই অনুষ্ঠানে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যাননি বিজেপি বিধায়করাও৷
আরও পড়ুন: বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু, কী বলছে বঙ্গ পদ্ম শিবির
সেই অনুষ্ঠানে গিয়েও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'বিরোধী দল এখানে আসলে খুশি হতাম। স্পিকার সাহেব আপনি কি আমন্ত্রণ জানিয়েছিলেন? নাম টা সব জায়গায় বড় ব্যাপার নয়। আমি সব জায়গায় ইন্টারফেয়ার করিনা। তবে আসলে আমরা খুশি হতাম। কার্ডে নাম থাকাটা বড় কথা নয়৷ এই বিধানসভা সব ধর্ম, সব সম্প্রদায়, সব জাতি নিয়ে চলে। এর গর্ব আলাদা৷'
ওই অনুষ্ঠান মঞ্চ থেকে চলচ্চিত্র উৎসবে বিরোধীদের আমন্ত্রণ জানানোর জন্য বিধায়ক রাজ চক্রবর্তীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ কারণ চলচ্চিত্র উৎসব আয়োজনের দায়িত্বে থাকা কমিটির মাথায় রয়েছেন ব্যারাকপুরের বিধায়ক৷ মমতা বলেন, 'ফিল্ম ফেস্টিভ্যালে আমার ভাই শাহরুখ খান আসবে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সৌরভ সবাই আসবে। রাজ তুমি সবাইকে আক্রমণ করবে। বিরোধীদেরও করবে। কেউ যেন বাদ না যায়।'