TRENDING:

'যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন...', একডালিয়া উদ্বোধনে সুব্রত স্মরণ মমতার

Last Updated:

Mamata Banerjee On Subrata Mukherjee: দক্ষিণ কলকাতার পুজোর অন্যতম প্রাণকেন্দ্র একডালিয়া ক্লাবের পুজোর উদ্বোধনে এসে বহুদিনের প্রিয় চেনা সুব্রতদার কথাই বার বার উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ দ্বিতীয়াতেও শহরের একগুচ্ছ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শহরজুড়ে। এদিন দক্ষিণ কলকাতার পুজোর অন্যতম প্রাণকেন্দ্র একডালিয়া এভারগ্রীন-ক্লাবের পুজোর উদ্বোধনে এসে বহুদিনের প্রিয় চেনা সুব্রতদার কথাই বার বার উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই পুজো যে একেবারেই বেমানান তাই বার বার বললেন মমতা।
সুব্রত স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুব্রত স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

মুখ্যমন্ত্রী এদিন একডালিয়ার পুজো উদ্বোধন করে বলেন, "যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন, যে পুজো ছিল তাঁর প্রাণ, যে পুজো নিয়ে অন্তত একমাস ঝগড়া করতেন, 'তুই কবে ডেট দিবি? আগে আমার ডেট টা কনফার্ম কর।' সেই মানুষটা আজ নেই ! এত আন্তরিকতা ভাবা যায় না!"

আরও পড়ুন: কয়লাপাচার মামলায় স্বস্তিতে জীতেন তিওয়ারি! সিআইডিকে 'বড়' নির্দেশ হাইকোর্টের

advertisement

গত কালীপুজোতে প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু সময়ের অনেক আগেই যেন অচেনা লোকে পাড়ি জমালেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মমতা বলেন, "ছোটবেলার পলিটিকসটা সুব্রত দা'র হাত দিয়ে করেছি। সকাল আটটার সময় চলে আসতাম। বৌদি সব জানেন। তারপর আলোচনা হত কোথায় যাব, মিছিল কোথায় হবে। আজ হয়তো সবই আছে। সব নিয়ম মেনেই করা হচ্ছে। আগামী তিনমাসের মধ্যেই সুব্রত উদ্যান করা হচ্ছে এখানে স্থায়ীভাবে। কিন্তু তবুও তাঁর অনুপস্থিতি বড্ডো বাজছে।" মুখ্যমন্ত্রী বলেন, আজ আমার মনটা খুব খারাপ।কিছু বলতে ইচ্ছা করছে না। খুব মিস করছি সুব্রত দা'কে।"

advertisement

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

মমতা বলেন, "জেলা সফরে গেলেই বলত, কটকটি কিনে এনেছিস? লুকিয়ে লুকিয়ে আমাকে সাপ্লাই করতে হত। বৌদি সুব্রত দাকে খুব যত্ন করতেন। আজ আমার আসা মনে একঝাঁক দুঃখ বুকে করে নিয়ে আসা। সুব্রত দা কে ওরা অ্যারেস্ট করে দিল।এত বড় সিনিয়র লোক। আমি গেছিলাম ওখানে। আমি সুব্রত দা কে দেখতে গেছিলাম। ববি সুব্রত দাকে বলেছিল হাসপাতালে ভর্তি হতে। ওনার বুকে সমস্যা হচ্ছিল। আসলে উনি খুব অসম্মানিত হয়েছিলেন। অনেকেই আজও অসম্মানিত হয়েছেন। তবে আমি আজ এখানে কোনও পলিটিক্যাল কথা বলব না। আমি বিশ্বাস করি উনি এই মঞ্চেই আছেন।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন...', একডালিয়া উদ্বোধনে সুব্রত স্মরণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল