ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা যখন ভেবেছিলাম, কোথায় কী করা যায়, সেই করতে করতে ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম, কনভেনশন সেন্টার বানানো হয়েছিল। নবান্ন, সৌজন্য, উত্তীর্ণ, পাশে, ধনধান্য, এটার নাম দিলাম সম্পান্ন।"
advertisement
এই সম্পান্ন-র একদিকে আলিপুর চিড়িয়াখানা, অন্যদিকে, ধনধান্য স্টেডিয়াম। আবার আলিপুর জেলকেও মিউজিয়াম হিসাবে নতুন করে সাজানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, এই চারটি জায়গার সংযোগস্থলেই তৈরি হয়েছে নতুন পার্কিং স্লট।
এই নতুন পার্কিং ভবন তৈরি হওয়ায় এখানে আসা মানুষদের আর রাস্তার পাশে গাড়ি রাখতে হবে না। অন্যদিকে, রাস্তা সংকীর্ণ হয়ে যানজটের পরিস্থিতিও তৈরি হবে না। ভবিষ্যতে এই কার পার্কিং ভবন আরও চার তলা বাড়ানো হবে বলে সূত্রের খবর।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই আরও একটি পরিষেবার উদ্বোধন করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "এবার আমরা জারি করলাম ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস। (এর মাধ্যমে) সব গাড়িতেই পুলিশ ও পরিবহণ দফতরের নজর থাকবে। মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে কি না, সব দিকে নজর থাকবে। গতি, স্থান সব নজরে থাকবে। কোনও কিছু গড়বড় হলেই প্যানিক বাটন বাজবে৷ ওটা টিপলেই পুলিশ জানতে পারবে, আপনার সমস্যা হয়েছে৷"
মমতা জানান, আগামী তিনমাসের মধ্যেই আরও একটা নতুন স্টেডিয়াম পেতে চলেছেন কলকাতার মানুষ। সায়েন্স সিটির মতোই তৈরি হচ্ছে আরও একটা ইনডোর স্টেডিয়াম। শঙ্খের মতো আকৃতির এই স্টেডিয়াম আগামী পয়লা বৈশাখের মধ্যেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মমতা।
এছাড়াও, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা জানান, আলিপুর গ্রিন সিটি প্রকল্পের কাজও পুরোদমে এগোচ্ছে। কালীঘাটের স্কাই ওয়াকের কাজও দ্রুতগতিতে চলছে। শুরু হয়েছে আদিগঙ্গা সংস্কারের কাজও।