TRENDING:

১৩টি ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

বাংলার ১৩টি প্রথমসারির ফুটবল ক্লাবকে ৫০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নেতাজি ইন্ডোরে আজ, সোমবার খেল সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চে বাংলার ক্রীড়াক্ষেত্রে উন্নতির পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৩টি প্রথমসারির ফুটবল ক্লাবকে ৫০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চার হাজার নতুন ক্লাবকে পরিকাঠামো উন্নয়নের জন্য দু’লাখ টাকা করেও অনুদান দেওয়া হল এদিন । পাশাপাশি শিবাজি বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, আলতামাস কবীরের মৃত্যুতে শোকপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী।
advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৩টি ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ খেলাধূলা আমাদের গর্ব ৷ ক্রীড়ায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷ খেলাধূলাই মনকে প্রসারিত করে ৷ বাজেটে ক্রীড়ায় মোট ৪৭৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ অসামাজিক কাজকর্ম রোখার পাশাপাশি খেলাধূলা মানসিক শক্তিও বাড়ায় ৷ ২৩টি নতুন যুব আবাস তৈরি হয়েছে ৷

advertisement

নেতাজি ইন্ডোরে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘ কালো নোটের ধাক্কা আছে ৷ এখন স্পনসরশিপ কমে গিয়েছে ৷ প্রতিযোগিতাও  দিন দিন বাড়ছে ৷  ভাল করে ক্লাব করুন ৷ কোথাও অনিয়ম করলে, কোথাও দাঙ্গা করলে কেউ তা প্রতিহত করবে ছাত্র যুব সমাজ ৷ বাংলার গৌরব, বাংলার উন্নয়ন ৷ ৩৪ বছর ধরে ভাঙতে ভাঙতে হারিয়ে যাচ্ছিলাম ৷ এখন বাংলা গড়ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১৩টি ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল