বালিগঞ্জের বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন একেবারে সাবেকি ঘরানায়। এই পুজোর বিশেষ আকর্ষণ সাবেকিয়ানা। সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা। একডালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। সেই পুজোর সূচনায় প্রিয় সুব্রতদা-কে স্মরণ করে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মমতা বললেন, ‘‘সুব্রত দা-র কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে। সুব্রতদা অকালপ্রয়াত। এটা হওয়ার কথা ছিল না।’’ সুব্রত মুখোপাধ্যায় বরাবর চাইতেন তাঁর পুজোর উদ্বোধন করুন মমতা। সেকথা মনে করে বললেন, ‘‘সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব।’’
বুধবারের পরে আজ, বৃহস্পতিবারও কলকাতার বেশ কিছু দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে প্রথমে বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। তার পরে বিকেলে তিনি যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের। সেখানে পুজোমণ্ডপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে। এ বার সেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। সেই পুজোমণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আরও কয়েকটি পুজোমণ্ডপও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷