বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রী বসে পড়েন। বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করে, পাল্টা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুরু করামাত্র বিক্ষোভ শুরু হতেই বিজেপিকে বলা বন্ধ করে দেন তিনি। পরে কটাক্ষ করেন নেত্রী। বলেন, ‘আমি প্রাথমেই ধিক্কার জানাই বিজেপি বিধায়ক দের। বক্তৃতা দিতে সময় দিয়েছি আমার সময় থেকে। বাংলা বিরোধী এরা, এরা বাংলা ভাষার সম্মান করল না। এরা বাংলা বিরোধী। শান্তি রক্ষা করা দু’জনের কাজ।’
advertisement
মমতা বলেন, ‘সংসদে দেখেছি, আমাদের এমপিদের মারা হয়েছে। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে বাংলা। আর নেই দরকার আপনাদের বলবে। বিজেপি চোর। চোরেদের সরকার।’ বিজেপি বিধায়কদের চোর স্লোগানের পাল্টা এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, ‘সব চোরদের কথা আমি জানি। এদের মতো অভদ্র নির্লজ্জ দল দেখিনি। ওঁরা যখন বলবে ওদের কাউকে বলতে দেবে না। আমি বলে যাচ্ছি।’
বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘মাননীয় অধ্যক্ষ যা বলেন তা আমরা শুনি। কাগজ ছোঁড়া অনৈতিক। মানুষা আমার কথা জানলে এদের মুখোশ খুলে যাবে। এরা ভোট চোর, গদি চোর। বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব কটা হারবে।’ এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ও বিজেপির বিধায়কেরা। তীব্র গন্ডগোল শুরু হলে বলা থামিয়ে দেন মমতা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়