কলকাতা: বুধবার থেকেই আভাস মিলেছিল৷ CAA এবং বাংলা ভাষা নিয়ে তুমুল বাকবিতণ্ডার পরেই বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই এসেছিল শুভেন্দুর হুঁশিয়ারি, ‘’বিজেপিতে ১ টা নয়, ৬৫ টা শুভেন্দু আছে, ওরা দেখিয়ে দেবে৷’’ বৃহস্পতিবার অধিবেশন শুরুর সময় থেকেই উত্তাল অধিবেশন৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বারংবার সাবধান করা সত্ত্বেও ওয়েলে নেমে, স্লোগান তুলে এমনকি বাদ্যযন্ত্র বাজিয়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা৷ বিক্ষোভের জেরে সাসপেন্ড হন বিজেপি নেতা শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালেরা৷ মার্শাল এসে প্রায় টেনে হিঁচড়ে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যান শঙ্কর ঘোষকে৷ বিজেপি বিধায়কদের হট্টগোলের মাঝে একবার বলতে উঠেও বসে পড়েন মমতা৷ তারপর ফের বলতে শুরু করলে, শুরু থেকেই তুমুল আক্রমণ করেন বিজেপিকে৷
advertisement
বিজেপিকে ‘চোর’ আখ্যা দিয়ে মমতা বলেন, ‘‘এরা স্বাধীনতার পরে আসা দল। এরা দেশের সবচেয়ে বড় ডাকাত৷ এরা দেশ বিক্রি করছে। এরা সাম্প্রদায়িকতা ছড়ায়৷ বিজেপির লেজুড়রা ইংরেজদের কাছে নাকখত দিয়ে বেরিয়ে এসেছিলেন৷ এরা মানুষের কথা বলতে দেয় না। আগামী দিনে বিজেপিকে দেখতে পাবেন না৷ বিজেপি হাউজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে৷ চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই৷ এরা বাংলাভাষাকে অপমান করেছে। মানুষ এদের ক্ষমা করবে না৷’’
এরপরে বিজেপি বিধায়কদের স্লোগানের মাঝেই নিজেও স্লোগান তোলেন দৃশ্যত বিরক্ত মুখ্যমন্ত্রী, ‘‘ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবচেয়ে বড় চোর। লজ্জা করে না টাকা, অস্ত্র দিয়ে অশান্তি করতে। চোরের মায়ের বড় গলা। ভয় পেয়েছে তাই বাংলার মানুষকে হেনস্থা করছে, অত্যাচার করছে। বিজেপি হঠাও, বাংলা বিরোধী হঠাও৷’’
মমতা বলেন, ‘‘ বিজেপি চোর হ্যায়৷ চুরি ডাকাতি চলবে না৷ আপনারা স্লোগান দিতে পারেন না। আমি স্লোগান দিলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকবেন৷ বিজেপিকে ধাক্কা দিয়ে জিরো করে দেব৷ ’’ বাংলায় বিজেপি-র হার নিশ্চিত বলে দাবি করে মমতা বলেন, ‘‘বিজেপি থাকবে না। চলে যাবার সময় হয়েছে৷ হেরে গেলে নিজের জন্য তালি দেবেন। আপনার পরিবার, আপনার সন্তান, স্ত্রী, প্রতিবেশীরা ওই তালি দেবে’’
অধিবেশনে ‘মোদি’র নাম করে স্লোগান উঠতেই অবশ্য সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘মোদিকে চোর বলবেন না প্লিজ! মোদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে সম্মান দিই। আপনারা মোদি চোর বলছেন। নিজের প্রধানমন্ত্রী কে চোর বলছেন? এটা মোদির কানে যাক। আমি বলব দল থেকে তাড়িয়ে দিতে। বিধানসভাকে সম্মান করুন। রক্ষা করুন।’’