মুখ্যমন্ত্রী বলেন, 'এ সবের মধ্যে কে কে ভূত আছে, কীভাবে আছে না জেনে কী করে বলব? ট্র্যাপ হয়েছে কি না দেখতে হবে৷ ট্র্যাপও তো হতে পারে৷'
একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী বার বার হলেছেন, তিনি নিজে অন্যায় করেন না৷ কেউ অন্যায় করলে সমর্থন করেন না৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও মমতা বলেন, 'কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ এমএলএ, এমপি, মিনিস্টার কাউকে রেয়াত করি না৷ কিন্তু অযথা আমার গায়ে কালি ছিঁটোলে আলকাতরা আমার হাতেও আছে৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হতে পারে, আলকাতরা হয় না৷'
advertisement
আরও পড়ুন: পার্থর অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিন ভুবনেশ্বর এইমস
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'এত বড় একুশে জুলাইয়ের অনুষ্ঠান হল৷ একটা ঘটনা কেউ দেখাতে পারল না৷ আর ২২ জুলাই ঠিক ভোর পাঁচটায় এটা করতে হল?'
বক্তব্যের শেষ দিকে ফের ষড়যন্ত্রের তত্ত্বের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা দুঃখিত, মর্মাহত, যে এমন ঘটনা ঘটেছে৷ ঘটনাটা আদৌ ঘটেছে কি না তা বিচারব্যবস্থা ঠিক করবে৷ বিচার ব্যবস্থার রায় আমাদের দল মেনে নেবে৷ আমরা বিত্তবান চাই না, বিবেক বান চাই৷'