TRENDING:

Mamata Banerjee on SSC Scam case: 'ট্র্যাপও তো হতে পারে!' টাকা উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার

Last Updated:

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'এত বড় একুশে জুলাইয়ের অনুষ্ঠান হল৷ একটা ঘটনা কেউ দেখাতে পারল না৷ আর ২২ জুলাই ঠিক ভোর পাঁচটায় এটা করতে হল?'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নজরুল মঞ্চে রাজ্য সরকারের অনুষ্ঠান থেকেই এসএসসি দুর্নীতি কাণ্ডে টাকা উদ্ধার এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ প্রকৃত দোষীদের শাস্তির পক্ষে সওয়াল করেও এই ঘটনা আসলে ফাঁদ পেতে ঘটানো হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন মমতা৷ প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে ইডি একুশ কোটি টাকারও বেশি উদ্ধার করার পরের দিনই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'এ সবের মধ্যে কে কে ভূত আছে, কীভাবে আছে না জেনে কী করে বলব? ট্র্যাপ হয়েছে কি না দেখতে হবে৷ ট্র্যাপও তো হতে পারে৷'

একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী বার বার হলেছেন, তিনি নিজে অন্যায় করেন না৷ কেউ অন্যায় করলে সমর্থন করেন না৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও মমতা বলেন, 'কেউ চোর ডাকাত হলে তৃণমূল কেয়ার করে না৷ এমএলএ, এমপি, মিনিস্টার কাউকে রেয়াত করি না৷ কিন্তু অযথা আমার গায়ে কালি ছিঁটোলে আলকাতরা আমার হাতেও আছে৷ ওয়াশিং মেশিনে জামাকাপড় পরিষ্কার হতে পারে, আলকাতরা হয় না৷'

advertisement

আরও পড়ুন: পার্থর অবস্থা গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানিয়ে দিন ভুবনেশ্বর এইমস

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'এত বড় একুশে জুলাইয়ের অনুষ্ঠান হল৷ একটা ঘটনা কেউ দেখাতে পারল না৷ আর ২২ জুলাই ঠিক ভোর পাঁচটায় এটা করতে হল?'

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট! অধিগ্রহণ নয়, নেওয়া হয়েছে অন্য পরিকল্পনা
আরও দেখুন

বক্তব্যের শেষ দিকে ফের ষড়যন্ত্রের তত্ত্বের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা দুঃখিত, মর্মাহত, যে এমন ঘটনা ঘটেছে৷ ঘটনাটা আদৌ ঘটেছে কি না তা বিচারব্যবস্থা ঠিক করবে৷ বিচার ব্যবস্থার রায় আমাদের দল মেনে নেবে৷ আমরা বিত্তবান চাই না, বিবেক বান চাই৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on SSC Scam case: 'ট্র্যাপও তো হতে পারে!' টাকা উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল