TRENDING:

Mamata Banerjee Health: বাম হাঁটুতে ফের চোট মুখ্যমন্ত্রীর! হল MRI, চিকিৎসকদের জরুরি পরামর্শ

Last Updated:

Mamata Banerjee Health: আগামী দশদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার বিকেলে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আসেন মুখ্যমন্ত্রী।
ফের চোট মুখ্যমন্ত্রীর!
ফের চোট মুখ্যমন্ত্রীর!
advertisement

হাসপাতাল সূত্রে খবর, বাম হাঁটুতে পুরনো চোটের জায়গায় ফের চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই রবিবার বিকেলে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ছুটে আসতে হয়।

আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

এদিন মুখ্যমন্ত্রী আসার পরই তাঁর এমআরআই করা হয়। আগামী দশদিন তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, সম্পূর্ণ বেডরেস্ট না হলেও হাঁটাচলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন চিকিৎসকরা। বেশ কিছু রক্ত পরীক্ষাও হয়েছে মুখ্যমন্ত্রীর।

advertisement

আরও পড়ুন: রণে ভঙ্গ দিলেন প্রলয় পাল, রইলেন বিজেপিতেই! শুভেন্দু-সেনাপতিকে ঘিরে জল্পনার অবসান

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রীর জন্য। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল ছাড়েন মুখ্যমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত,  উত্তরবঙ্গ সফরের শেষে হেলিকপ্টার বিভ্রাটে বাঁ হাঁটুতে যে চোট মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, সেই চোটের জায়গায় নতুন করে চোট পাওয়ায় আজ SSKM আসেন তিনি। চিকিৎসকরা MRI আর বেশ কিছু রক্তপরীক্ষা করে দেখেন। সম্পূর্ণ বেড রেস্ট নয়, কিন্তু আগামী ১০ দিন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিসকরা। এখনই অস্ত্রোপচারের কথা ভাবছেন না চিকিৎসকরা। বিকেল চারটের পর হাসপাতালে ঢুকে সন্ধে সাতটা দশ নাগাদ হাসপাতাল থেকে বেরোন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Health: বাম হাঁটুতে ফের চোট মুখ্যমন্ত্রীর! হল MRI, চিকিৎসকদের জরুরি পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল