Pralay Pal Suvendu Adhikari: রণে ভঙ্গ দিলেন প্রলয় পাল, রইলেন বিজেপিতেই! শুভেন্দু-সেনাপতিকে ঘিরে জল্পনার অবসান
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Pralay Pal Suvendu Adhikari: একুশের বিধানসভা নির্বাচনের আগে যে নাম রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই প্রলয় পালকে নিয়ে দুদিন আগেই জল্পনা শুরু হয়৷ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েই শুক্রবার নতুন করে জল্পনা শুরু হয়৷ কী এমন ঘটল?
নন্দীগ্রাম: প্রলয়ের রণে ভঙ্গ! দল বা রাজনীতি কোনটাই ছাড়ছেন না নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল! নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, “কর্মীদের ভালবাসা আবেগ উচ্ছ্বাস দেখে আমি দল বা রাজনীতি ছাড়ছি না। এবং দলেই থাকছি”। ফেসবুক পোস্ট রাতেই ডিলিট করে দেবেন বলেও জানালেন তিনি।
একুশের বিধানসভা নির্বাচনের আগে যে নাম রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই প্রলয় পালকে নিয়ে দুদিন আগেই জল্পনা শুরু হয়৷ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েই শুক্রবার নতুন করে জল্পনা শুরু হয়৷ কী এমন ঘটল? যার জন্য একেবারে রাজনীতি ‘ছাড়ার’ কথা নিয়ে লিখলেন বিজেপি নেতা৷
advertisement
advertisement
শুক্রবার প্রলয় পালের যে পোস্ট বঙ্গ রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, তা হল, ‘ভাল থেকো রাজনীতি৷ আর নয়৷ দাও বিদায়৷’ তারপরেই গুঞ্জন, তাহলে কি প্রলয় পাল বিজেপি ছাড়ছেন? নাকি একেবারেই বিদায় নিচ্ছেন রাজনীতি থেকে? সেই জল্পনার রবিবারই অবসান ঘটালেন প্রলয় নিজেই। বিজেপি ছাড়ছেন না, জানানোর পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভাতেও উপস্থিত থাকলেন তিনি।
advertisement
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সেনাপতি প্রলয় পাল। নন্দীগ্রাম ব্লক ২-র বিজেপি সভাপতি। অতি দুর্দিনেও শুভেন্দু অধিকারীর পাশে বিশ্বস্ত সঙ্গীর ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু, শুক্রবারের হঠাৎ পোস্টে রাজনীতির অন্দরে কানাঘুষো জল্পনা শুরু হয়, খুব শীঘ্রই পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন প্রলয়৷ কিন্তু রবিবারই সেই জল্পনা শেষ করে দিলেন প্রলয় স্বয়ং। এরপরই শুভেন্দু অধিকারী প্রলয়কে নিয়ে বলেন, ”উনি (প্রলয় পাল) খুব ইমোশনাল, তিনি কুইক পোস্ট করে দিয়েছেন, তবে সেটা পার্টি বিরুদ্ধ নয়। তাছাড়া রাজনীতি ছাড়া মানে বিজেপিকে ছাড়া নয়, মোদিজিকে ছাড়া নয়। গেল গেল রব তুললেও এ মাটি বড় শক্ত মাটি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pralay Pal Suvendu Adhikari: রণে ভঙ্গ দিলেন প্রলয় পাল, রইলেন বিজেপিতেই! শুভেন্দু-সেনাপতিকে ঘিরে জল্পনার অবসান