রবিবার এ নিয়ে ট্যুইটারেও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'অদ্ভুত আনন্দে আমার হৃদয় ভরে উঠছে। আমি গর্বিত হয়ে ঘোষণা করছি পশ্চিমবঙ্গে দেশের শীর্ষে রয়েছে বুনিয়াদি শিক্ষাপ্রদানে।' বুনিয়াদি শিক্ষায় দেশের মধ্যে সেরার শিরোপা উঠেছে বাংলার মাথায়। 'ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেস' ইনডেক্সে, দেশের সেরা রাজ্য মনোনীত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: 'চোখে দেখে ভোট দেবেন', টোটকায় কাজ হচ্ছে কতটা? রিপোর্ট নেবেন তৃণমূল শীর্ষনেতা
advertisement
এদিন কর্মসংস্থান নিয়েও খুশির খবর দেন মুখ্যন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে, বাংলায় ৪৫ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। ক্ষুদ্র-কুটির শিল্পে ৯০ লক্ষ ইউনিট হয়েছে বাংলায়। ৫৪০-এর বেশি ক্লাস্টার তৈরি হয়েছে। ক্ষুদ্র-কুটির শিল্পে ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে। দেউচা-পাচামিতে ১ লক্ষ কর্মসংস্থান হবে।'
আরও পড়ুন: 'টাকা তৃণমূলেরই, দেখুন এবার কী হয়', গার্ডেনরিচ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! আরও বড় ইঙ্গিত
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'পুজোর আগেই ৩০ হাজার ছেলেমেয়ের চাকরি। বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। বাংলার ছেলেমেয়েদের ঘরেই চাকরি চলে আসবে। বাংলার টার্গেট কর্মসংস্থান, কর্মসংকোচন নয়।' এদিন নেতাজি ইন্ডোরে কারিগরি শিক্ষায় উত্তীর্ণদের হাতে হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই ৩০ হাজার নিয়োগের টার্গেট রয়েছে রাজ্যের, জানান মুখ্যমন্ত্রী।