আরও পড়ুন: সাফল্য মাওবাদী দমনে, সিআরপিএফ জওয়ানদের ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর
শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান মায়াবতী ৷ পাশাপাশি সপা-বিএসপি জোট ২০১৯ লোকসভা নির্বাচনেও যে একসঙ্গে লড়বে সেই ইঙ্গিতও এদিন দিলেন মায়াবতী ৷ এরপরই টুইট করে মায়াবতীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি মায়াবতীর পাশে থাকার কথাও এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ মায়াবতীর এহেন সিদ্ধান্তে উচ্ছ্বসিত তিনি ৷ সেই বিষয়টি টুইটেই স্পষ্ট ৷
advertisement
আরও পড়ুন: প্রিয়া ওয়ারিয়রকে নিয়ে পুলিশের পোস্টার ভাইরাল ইন্টারনেটে!
কিন্তু মুখ্যমন্ত্রীর সমর্থন রাজনৈতিক মহলে অন্য ইঙ্গিত দিচ্ছে ৷ কারণ কংগ্রেস এবং বিজেপি দলকে রুখতে আঞ্চলিক দলগুলি জোটবদ্ধ হয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের দিকে এগোচ্ছে ৷ ইতিমধ্যেই ডিএমকে নেতা এমকে স্তালিন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এর পরেই মায়াবতীর প্রকাশ্যে জোটের ইঙ্গিতে মুখ্যমন্ত্রীর মনোবলও বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের ৷