TRENDING:

Mamata Banerjee৷৷ Bayron Biswas: বায়রনের দল বদলে তৃণমূলকে তোপ জয়রাম রমেশের! নরমে গরমে কংগ্রেসকে জবাব মমতার

Last Updated:

বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বায়রন বিশ্বাসকে দলে টানা নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস শীর্ষ নেতা জয়রাম রমেশ৷ ট্যুইট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম অভিযোগ করেন, দলবদলের এই ঘটনা বিরোধী ঐক্যকে দুর্বল করে বিজেপি-রই সুবিধা করে দেবে৷
বায়রন নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের৷ জবাব দিলেন মমতা৷
বায়রন নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের৷ জবাব দিলেন মমতা৷
advertisement

যদিও জয়রাম রমেশের অভিযোগের সরাসরি জবাব দেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বায়রনের যোগদানের বিষয়টি নিছকই রাজ্য রাজনীতির বিষয় বলে দাবি করেছেন মমতা৷ তাঁর পাল্টা দাবি, সর্বভারতীয় স্তরে বিরোধীরা ঐক্যবদ্ধই রয়েছে৷

আরও পড়ুন: রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার নতুন সরকারি চাকরি! পঞ্চায়েতের আগে বিরাট ঘোষণা মমতার

উপনির্বাচনে জেতার তিন মাসের মধ্যেই গতকাল তৃণমূলে যোগ দেন রাজ্যে কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস৷ এই ঘটনাতেই তৃণমূলকে নিশানা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয় পাওয়ার তিন মাসের মধ্যেই প্রলোভন দেখিয়ে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে দলে টেনে নিল তৃণমূল৷ এটা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা৷ এর আগেও গোয়া, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বিধায়ককে দলে টানার এমন ঘটনা ঘটেছে৷ এতে বিরোধীদের ঐক্য যেমন দুর্বল হবে সেরকমই বিজপি-র উদ্দেশ্য সাধন হবে৷’

advertisement

এ দিন নবান্নে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘এ সব বিষয়ে আমি জানি না৷ ব্লক স্তরের কোনও নেতাকে জিজ্ঞেস করুন৷’ বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

জয়রাম রমেশের ট্যুইট নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘জাতীয় স্তরে আমরা সবাই একসঙ্গে রয়েছি৷ রাজ্য স্তরে সব দলের নিজস্ব সীমাবদ্ধতা থাকে৷ আমরা তো হিমাচল, গুজরাত, ছত্তীসগড়ে কংগ্রেসকে বিরক্ত করিনি৷ বরং সমর্থন করেছি৷ দেশের কত জায়গায় তো কংগ্রেস লড়ছে, আমরা একটাও আসন চেয়েছি? শুধু তো ভোটের জেতার জন্য নির্বাচনে লড়া নয়, ভোট প্রাপ্তির হার বাড়ানোও লক্ষ্য থাকে৷ যাতে জাতীয় দলের মর্যাদা থাকে৷ নির্বাচন কমিশন অন্যায় ভাবে আমাদের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিয়েছে৷ ২০২৬ পর্যন্ত এই তকমা থাকার কথা থাকলেও আগেই তা পর্যালোচনা করে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন৷ শুধু বিজেপি আর কংগ্রেসই জাতীয় দল থাকবে? আমি কারও কোনও কথার জবাব দেব না৷ জয়রাম রমেশ যদি তৃণমূলের সমালোচনা করে থাকেন, তাঁকে ধন্যবাদ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কয়েকদিন আগে কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরই বিরোধী জোট নিয়ে রাহুল-সনিয়াদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ বিরোধী জোট শক্তিশালী করতে কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও৷ তার পরে হঠাৎই বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনায় ফের একবার কংগ্রেস-তৃণমূল সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে৷ যদিও মমতা এ দিন ফের একবার জোরের সঙ্গে জানিয়েছেন, বিরোধী দলগুলিকে নিয়ে তিনি পটনায় নীতীশ কুমারকে যে বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন, সেই বৈঠক খুব শিগগিরই হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee৷৷ Bayron Biswas: বায়রনের দল বদলে তৃণমূলকে তোপ জয়রাম রমেশের! নরমে গরমে কংগ্রেসকে জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল