এই তিন প্রকল্প এবং কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷ তিন কর্মসূচির কোথায় কী খামতি থাকছে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷
এ দিনই নবান্নে জেলাশাসকদের নিয়ে হওয়া একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ২০ থেকে ২৫ মিনিট বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই এই তিন প্রকল্প এবং কর্মসূচিকে তিনি জেলাশাসকদের বাড়তি তৎপর হওয়ার নির্দেশ দেন বলে সূত্রের খবর৷
advertisement
যেমন আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে অনেক জায়গাতেই পানীয় জলের সমস্যার অভিযোগ আসছে বলে জেলাশাসকদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ এই ধরনের অভিযোগ পেলে দেরি না করে সমস্যার সমাধানে দ্রুত যাতে পদক্ষেপ করা হয়, জেলাশাসকদের সেকথাই মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
একই ভাবে বাংলার বাড়ি যাতে যোগ্য যাঁরা প্রাপক তাঁরা বঞ্চিত না হন এবং সরকারি অনুদান পেতে উপভোক্তাদের সমস্যা না হয়, তা মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যে সমস্ত এলাকায় রাস্তার বেহাল অবস্থা রয়েছে, সেখানে পথশ্রী প্রকল্পের অধীনে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশও দেওয়া হয়েছে৷ বিশেষত নির্বাচন ঘোষণা হয়ে গেলে যেহেতু নতুন কোনও সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ অথবা ঘোষণা করা যাবে না, তাই সময় নষ্ট না করে জেলাশাসকদের বাড়তি উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
