যদিও এই টানাটানির মধ্যেও রাজ্য সরকার যে ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সামাজিক প্রকল্পে যে সরকার বিপুল বরাদ্দ করেছে, তা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতে ঘুম হয় না৷ ট্রেজারিতে টাকা আছে তো? একশো দিনের টাকা মেটাতে পারব তো?' কিছুটা আফসোসের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, 'দিল্লি রাজ্যটা একটা পুরসভা এলাকার সমান৷ অথচ তাদের রাজস্ব আদায় আমাদের থেকে বেশি৷ অথচ পশ্চিমবঙ্গে ১১ কোটি মানুষের বাস৷ পশ্চিমবঙ্গ ইউরোপের চারটে দেশের সমান৷'
advertisement
এর পরেই গত এগারো বছরে তাঁর সরকারের আমলে সামাজিক ক্ষেত্রে কী কী প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুিলরও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'শুধুমাত্র ঐক্যশ্রী প্রকল্পে ৩০৭ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে৷ কন্যাশ্রীর সংখ্যা প্রায় ৮০ লক্ষ৷ ৩০ হাজার ছেলেমেয়েকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে৷'