TRENDING:

Mamata Banerjee: আজ 'বড়' কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের আগে নতুন প্ল্যান মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: লোকসভার আগে, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে আজ ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে লাগাতার চলবে ধরনা। মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল সন্ধে পর্যন্ত ধরনা কর্মসূচিতে থাকতে চল পরবর্তী পদক্ষেপ তিনি জানাবেন।
মমতার ধরনা আজ থেকে
মমতার ধরনা আজ থেকে
advertisement

মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত গত মার্চ মাসে এখানেই ধর্ণা অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে গত নভেম্বর মাসেও বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়করা।

advertisement

আরও পড়ুন: আজ থেকে রাস্তায় মাধ্যমিক স্পেশ্যাল বাস! কখন, কোন রুটে চলবে অবশ্যই জেনে নিন

প্রসঙ্গত, বার বার কেন্দ্রের কাছে দরবার করেও রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা পায়নি রাজ্য। ১০০ দিনের টাকাও আটকে রেখেছে কেন্দ্র বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “সব রাজ্য তাদের বকেয়া টাকা পাবে, কিন্তু বাংলা পাবে না। কারণ বিজেপির কাছে বাংলা মাথা নত করেনি। বিজেপি বলছে তাদের গেরুয়া রং মাখতে হবে, তাদের লোগো-নাম লাগাতে হবে। আমি তা কখনোই করব না। মরতে রাজি আছি তবুও মাথা নত করব না।”

advertisement

আরও পড়ুন: হঠাৎ পরিকল্পনা, ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়! কারণ ঘিরে শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্য সরকার উদ্যোগ নিয়ে জবকার্ড উপভোক্তাদের ৪০ দিন কাজের ব্যবস্থা করেছে। আগামীতেও করবে।মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকার ১ লাখ কোটি টাকা পায়। ১০০ দিনের কাজে বকেয়া রয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ফলে কাজ করেও ন্যয্য মজুরি থেকে বঞ্চিত প্রায় ১৭ লাখ পরিবার। পাশাপাশি, আবাস যোজনায় কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য ৮ হাজার ২০০ কোটি টাকা। ১১ লাখ ৩৬ হাজার পরিবার বঞ্চিত হচ্ছে পাকা বাড়ি থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আজ 'বড়' কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের আগে নতুন প্ল্যান মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল