TRENDING:

Mamata Banerjee on Sunita Williams: 'সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক', বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

Last Updated:

সুনীতা উইলিয়ামসের পৈতৃক গ্রাম গুজরাতের মেহসানা জেলার ঝুলাসানে৷ ১৯৫৭ সালে এই গ্রাম ছেড়েই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পাণ্ড্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশ অভিযান সেরে সফল ভাবে পৃথিবীতে ফেরার জন্য সুনীতা উইলিয়ামসকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী৷ তার পরই ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানান তিনি৷
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী৷
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রী৷
advertisement

ভারতীয় সময় আজ ভোর ৩.২৭ মিনিটে ফ্লোরিডায় অতলান্তিক মহাসাগরে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী মহাকাশচারী বুচ উইলমোরকে নিয়ে সফল ভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থার স্পেস এক্স ড্রাগন স্পেশক্রাফট৷

আরও পড়ুন: মহাকাশে ৯ মাস, পৃথিবীতে ফিরেও ৪৫ দিন বন্দি থাকবেন সুনীতারা! রিহ্যাব পর্বে কী করতে হবে তাঁদের?

এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সুনীতা উইলিয়ামস ও তাঁর বন্ধুদের শুভেচ্ছা। আট দিনে যাঁদের ফেরার কথা, তাঁরা ৯ মাস পরে ফিরে এল। তাঁদের ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর। তাঁদের ফেরানোর বিষয়ে উদ্যোগী হওয়া সমস্ত সংস্থা ও দেশকে অভিনন্দন।’

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মহাকাশযান যখন উপরে গিয়েছিলেন, শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল। সেই জন্যেই আটকে গিয়েছিল শুনেছি। সেই মহাকাশযান ফিরে এলে কল্পনা চাওলার মতো অবস্থা হত বলে শুনেছি। বিশেষ যান নিয়ে গিয়ে রেসকিউ করা হয়েছে। তাদের অভিবাদন জানায় এই বিধানসভা। তাঁরা যেন শারীরিক ভাবে সুস্থ থাকেন। ওঁদের মহাসম্মান জানাচ্ছি, ভারতরত্ন দেওয়া হোক।’

advertisement

সুনীতা উইলিয়ামসের পৈতৃক গ্রাম গুজরাতের মেহসানা জেলার ঝুলাসানে৷ ১৯৫৭ সালে এই গ্রাম ছেড়েই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পাণ্ড্য৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

নাসার তথ্য অনুযায়ী, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মোট ১২ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৪৯১ হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন৷ ২৮৬ দিন তাঁরা মহাকাশে ছিলেন৷ এই সময়কালের মধ্যে তাঁরা ৪৫৭৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন৷ তবে এই প্রথম নয়, এই নিয়ে তিন বার সফল ভাবে মহাকাশ অভিযান সেরে ফিরলেন সুনীতা উইলিয়ামস৷ সবমিলিয়ে মোট ৬০৮ দিন মহাকাশে কাটিয়েছেন তিনি৷ সেখানে তাঁর সঙ্গী উইলমোর কাটিয়েছেন ৪৬৪ দিন৷ স্পেসওয়্যাকিং টাইম বা মহাকাশে হাঁটার নিরিখে মহিলা নভশ্চরদের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন সুনীতাই৷ মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট মহাকাশ স্টেশনের বাইরে হেঁটেছেন তিনি৷ পুরুষ এবং মহিলা নভশ্চরদের সামগ্রিক তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Sunita Williams: 'সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক', বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল