সূত্রের খবর, বিরোধী নেতাদের বৈঠকে মমতা প্রস্তাব দেন, যে পরিবারগুলি আয়করের আওতায় পড়ে না, তাঁদের মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার৷ এই দাবিতে বিরোধীদের সরব হওয়ার আর্জিও জানান তিনি৷ কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মাসিক ৭৫০০ টাকার সঙ্গে বিনামূল্যে নিত্যপ্রয়জোনীয় খাদ্য সামগ্রীও মানুষকে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে৷
advertisement
ইতিমধ্যেই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই মাসে মাসে পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার৷ এই একই পদ্ধতিতে পরিবারের কেউ আয়কর দেন না, দেশের এমন পরিবারগুলির হাতে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী৷
সনিয়া গান্ধির ডাকে এ দিন মোট ১৯টি দলের নেতৃত্ব এই বৈঠকে যোগ দিয়েছিলেন৷ বিজেপি-কে হারাতে ২০২৪-এর আগে নিজেদের স্বার্থ ভুলে সব বিরোধীদের একজোট হওয়ার আবেদন জানান সনিয়া, মমতারা৷ রাহুল গান্ধি ছাড়াও ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এছাড়াও ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম নেতা হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নেন৷ পরিবার পিছু আর্থিক সাহায্যের পাশাপাশি করোনার টিকাকরণের গতিবৃদ্ধিরও দাবি তোলা হয়েছে কংগ্রেসের প্রকাশিত যৌথ বিবৃতিতে৷