মঙ্গলবার দুপুর তিনটের সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১ টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন বিকেল চারটের সময় দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সূচি চূড়ান্ত করে দিল্লির মুখ্য সচিব ও দিল্লির পুলিশ কমিশনারকে পাঠাল নবান্ন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় তুলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তুলতে পারেন বলে খবর। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৭ তারিখে দিল্লি যাব। বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছে। সেটা ফিরিয়ে নিতে যাব। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি।”
advertisement
আরও পড়ুন, তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে যোগ দেবে কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শেষ ৫ রাজ্যের ভোটে একমাত্র তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি ৩ বড় রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপরেই একটি বৈঠকের তারিখ ঠিক করা হয়েছিল।
কিন্তু সেই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে তখনই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই তারিখ পিছিয়ে নতুন করে ঠিক করা হয়। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।