চোপরায় চার শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল৷ সন্দেশখালি গেলে, চোপড়া নয় কেন? এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব। রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে গত সপ্তাহেই অবশ্য চোপরা যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
advertisement
এদিন, আদিবাসী সংগঠনের বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্যসচিবকে চোপরা প্রসঙ্গে বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ চোপড়ায় নিহত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক। ওদের টাকাগুলো দিয়ে দিও। ’’
লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী বোর্ডগুলির জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাউরি, বাগদি, আদিবাসী উন্নয়ন বোর্ড-এর জন্য আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর। বাউরি বোর্ডের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাগদি বোর্ডের জন্য কয়েক কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী উন্নয়ন বোর্ড এর জন্য ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
এদিন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে লোধা উপজাতির প্রতিনিধিরা একের পর এক প্রকল্প নিয়ে ক্ষোভপ্রকাশ করেন৷ বলেন, ‘‘আপনি একের পর এক প্রকল্প ঘোষণা করছেন। কিন্তু জেলা প্রশাসন আমাদের প্রকল্পগুলো করছে না। আমাদের বিভিন্ন সময়ে পুলিশ হেনস্থা করছে। আপনি বলে দেওয়ার পরেও লোধা দের কোনও কাজ হচ্ছে না। ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের ও সংস্কারের কাজ হয়নি।’’