TRENDING:

Mamata Banerjee: ‘পঞ্জাবি অফিসার কী দোষ করল?,’ ভাষা দিবসেও ‘খালিস্তানি’ বিতর্ক নিয়ে সরব মমতা, তুললেন ‘আধার বাতিল’ প্রসঙ্গও

Last Updated:

এদিন আধার বাতিল করা নিয়ে সরব হন মমতা৷ বলেন, ‘‘আধার নিয়ে যা হল, আমরা এটা রুখে দিয়েছি। বাংলাই পারে। আমরা ব্যবস্থা নিয়েছি। সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন কাটল, কারণ ওরা বলে (ওঁরা) বিদেশি। ৫ বছর বাদে শুনতে হবে বিদেশি বিদেশি। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতায় বিশ্বাস করি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবসের দিনেও আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা৷ পাশাপাশি, পঞ্জাবি অফিসারের বিরুদ্ধে ‘খালিস্তানি’ মন্তব্য নিয়েও প্রতিবাদে সরব হলেন তিনি৷ মাতৃভাষা বাংলার পাশাপাশি জানালেন ইংরেজি শেখার গুরুত্বও৷
advertisement

এদিন আধার বাতিল করা নিয়ে সরব হন মমতা৷ বলেন, ‘‘আধার নিয়ে যা হল, আমরা এটা রুখে দিয়েছি। বাংলাই পারে। আমরা ব্যবস্থা নিয়েছি। সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন কাটল, কারণ ওরা বলে (ওঁরা) বিদেশি। ৫ বছর বাদে শুনতে হবে বিদেশি বিদেশি। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতায় বিশ্বাস করি।’’

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত…বসন্তেও বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! এই সব জেলায় জারি হলুদ সতর্কতা

তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ যদি ভাবেন চ্যানেলে বসে বাংলা ভাষা কে অপমান করবেন, পঞ্জাবি অফিসার কী দোষ করল, তুমি একটা পঞ্জাবি অফিসার আছে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? দু’একজন গজিয়ে উঠছে যাঁরা বাংলাকে লাঞ্ছনা করছে, আমি তাঁদের বলে রাখি আগামী দিনে আপনারা ভাল থাকুন। আমরা মাথানত করতে জানি না।’’

advertisement

আরও পড়ুন: জেলে ১ বছর ৭ মাস! কবে হবে বিচার?…পার্থ কাণ্ডে এবার ইডি-কে তুমুল ভর্ৎসনা! বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষা নিয়েও বিশেষ বার্তা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ তিনি বলেন, ‘‘কিছুদিন আগে প্রতুল দা অসুস্থ ছিলেন। সব ভাষার তার নিজস্বতা আছে। সব ভাষাকে আমরা সম্মান করি। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি অলচিকি ভাষায় লিখেছি৷ আজ একটা প্রবণতা চলছে বাংলার সংস্কৃতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে৷ যে ভরসা যোগায়, বিশ্বাস যোগায়, সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই আমি বলব আজ শপথ নিন বাংলার এই চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

এরপরে মমতা বলেন, ‘‘তরুণ প্রজন্মকে অনুরোধ করব ইংলিশ শিখুন। অনেক অফিসার ইংলিশে ড্রাফট করতে হলে ভুল হয়ে যায়, ওদের প্রশিক্ষণ কদেওয়া হচ্ছে।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘পঞ্জাবি অফিসার কী দোষ করল?,’ ভাষা দিবসেও ‘খালিস্তানি’ বিতর্ক নিয়ে সরব মমতা, তুললেন ‘আধার বাতিল’ প্রসঙ্গও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল