এদিন সেই প্রসঙ্গ ওঠে মন্ত্রিসভার বৈঠকে৷ মমতা বলেন, ‘‘ এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যের। এখানে তাঁরা নিরাপদ। এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন্যন্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার কেন হতে হবে। ’’ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এ নিয়ে সকলকে রাস্তায় নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানান, ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ নিয়ে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে৷
সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র ক্ষোভপ্রকাশ তৃণমূলের৷ ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এই রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা।
‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল।