আরও পড়ুন : বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজি-স্মরণে কেন্দ্রকে তোপ মমতার
রবিবার বেলা বারোটা নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসুর পরিবার। সুগত বসু, সুমন্ত্র বসুর পাশাপাশি হাজির ছিলেন চন্দ্র বসুও। তাঁদের উপস্থিতিতেই একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Netaji Birth Anniversary)।
advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী পালনের শুরুতে দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর মাল্যদানের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এরপর একে একে মাল্যদান করে সুগত বসু(Sugata Bose), সুমন্ত বসু (Sumanta Basu), ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও উপস্থিত অন্যান্যরা। মাল্যদান চলাকালীন মমতার অনুরোধে 'সুভাষজি, সুভাষজি' গান গাইলেন প্রাক্তন সাংসদ সুগত বসু । তাঁর সঙ্গে গলা মেলান সুমন্ত বসুও ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “বিশ্বে স্বাধীনতা আন্দোলন গড়ে তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভেবেছিলাম এদিন পদযাত্রা করব। কিন্তু করোনার জন্য স্থগিত রাখতে হল। তবে স্বাধীনতার ৭৫ তম বর্ষে এই পদযাত্রা হবে।” একইসঙ্গে তাঁর ঘোষণা, নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তাঁর নামে বাঁকুড়াতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে। এনসিসির কায়দায় স্কুল-কলেজে তৈরি হবে জয় হিন্দ বাহিনী। আপাতত করোনা পরিস্থিতির জন্য এই বাহিনী গড়ার কাজ বন্ধ হয়ে রয়েছে।