TRENDING:

Mamata Banerjee: 'আমি অল আউট খেলব'! একুশের মতোই খেলার হুঁশিয়ারি, জোটকেও বার্তা মমতার?

Last Updated:

একশো দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়বে৷ তৃণমূল একাই বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে বলেও দাবি করেছিলেন তৃণমূলনেত্রী৷ গতকাল রেড রোডের ধর্না মঞ্চ থেকে নাম না করেই কংগ্রেসকেও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
হুঁশিয়ারি মমতার!
হুঁশিয়ারি মমতার!
advertisement

এ দিনও বিজেপিকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী মমতা জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তিনি ‘অল আউট’ ঝাঁপাবেন৷ কংগ্রেস যতই বাংলায় জোট নিয়ে নমনীয় বার্তা  দিক না কেন, তিনি যে আর কোনওরকম শর্তে যাবে না, সম্ভবত সেটাই এ দিন ফের বোঝালেন তৃণমূলনেত্রী৷ তবে রেড রোডের মঞ্চ এ দিন একই সঙ্গে সব বিরোধী এবং আঞ্চলিক দলগুলিকেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ‘অল আউট’ খেলব। খেলা হবে, জিততে হবে। সব বিরোধী ,সব আঞ্চলিক দল এগিয়ে যেতে হবে। একই

advertisement

বাংলায় একা লড়াইয়ের ঘোষণার পর মমতার এই মন্তব্য ইন্ডিয়া জোটকে নতুন করে অক্সিজেন দেয় কি না তা সময়ই বলবে৷ তবে রাজ্যে যাই হোক না কেন, জাতীয় স্তরে তিনি যে জোটের প্রতি দায়বদ্ধতা থেকে সরে আসছেন না, এ দিন ফের একবার তৃণমূলনেত্রী তা বুঝিয়ে দিলেন বলেই মত রাজনৈতিক মহলের৷

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও একই ভাবে খেলা হবে স্লোগান দিয়েছিলেন মমতা৷ সেই স্লোগানে ভর করেই নির্বাচনে একপেশে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ আবারও লোকসভা নির্বাচনের মুখে এবার অল আউট খেলার হুঁশিয়ারি দিলেন তৃণমূলনেত্রী৷

advertisement

আরও পড়ুন: বাজপেয়ীর পর আডবাণীকেও ভারত রত্ন! নিন্দুকদের মুখ কুলুপ পরালেন, আবারও মাস্টারস্ট্রোক মোদির

এ দিন অবশ্য ধর্না মঞ্চ থেকেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রের বরাদ্দের জন্য অপেক্ষা না করেই রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ লোকসভা নির্বাচনের গ্রাম বাংলার ভোটারদের বড় অংশের মন জয়ে মুখ্যমন্ত্রীর এটি মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

মুখ্যংমন্ত্রী এ দিন বলেন, ‘গত দু’বছরে আমাদের টাকা দিয়েছে জিরো। আমরা ১৯ লক্ষ শ্রম দিবস করেছি৷ আপনারা আমার কাছে কী আশা করেন, লড়াই? লড়াই তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে ভাতে মারব। আগামী ২১ ফ্রেব্রুয়ারি রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। এটা আমাদের প্রথম পদক্ষেপ৷’

শুধু তাই নয়, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, একশো দিনের প্রকল্পের পর আবাস যোজনা প্রাপ্য টাকাও রাজ্য সরকারই প্রাপকদের মিটিয়ে দেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

একশো দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস৷ পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে সরব হয়েছে কেন্দ্র এবং বিজেপি৷ এবার কেন্দ্রীয় সরকারের অপেক্ষায় না থেকে লক্ষ লক্ষ শ্রমিকের বকেয়া মেটানোর ঘোষণা করে পাল্টা কেন্দ্রীয় সরকারের উপরেই চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আমি অল আউট খেলব'! একুশের মতোই খেলার হুঁশিয়ারি, জোটকেও বার্তা মমতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল