TRENDING:

দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়েই গন্ডগোল, আমফান দুর্নীতি নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দ্রত মানুষের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দিতে গিয়েই কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে৷ আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, যাঁরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তিন দিনের মধ্যেই তাঁদের টাকা মিটিয়ে দেওয়া হবে৷
advertisement

এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'তাড়াতাড়ি করতে গিয়েই কিছু ক্ষেত্রে ভুল হয়েছে৷ ০.৫ পার্সেন্ট ক্ষেত্রে গন্ডগোল হয়েছে৷ বাম আমলে তো কাউকেই কিছু দেওয়া হত না৷ আমরা দ্রুত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চেয়েছিলাম৷ কোথাও তো সরকার বলেনি যে বিচার করা হবে না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিপূরণ নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠার পর চল্লিশ হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ তার মধ্যে ২৬ হাজার নামই জেলাশাসকের লিস্টে ছিল৷তালিকায় নাম থাকা সত্ত্বেও অধৈর্য হয়ে অনেকে ক্ষতিপূরণ পাওয়ার আগেই অভিযোগ করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ এর বাইরেও যোগ্য বলে চিহ্নিত হওয়ায় ৬ হাজার আবেদনকারীকে নতুন করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে৷ তিন দিনের মধ্যেই ক্যাম্প করে এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ আরও ৬ হাজার নাম বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়েই গন্ডগোল, আমফান দুর্নীতি নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল