TRENDING:

Mamata Banerjee on Suvendu Adhikari: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা

Last Updated:

রাজ্যপালের বাজেট অধিবেশনের উপরে এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ রাখেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুভেন্দু অধিকারী এর আগে দাবি করেছিলেন, নন্দীগ্রামে গণহত্যার দিন কাঁথির শান্তিকুঞ্জে তাঁদের বাড়িতেই রাত কাটিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকান্তরে নন্দীগ্রাম আন্দোলনে মমতার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা৷
শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার৷
শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার৷
advertisement

এবার বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা কারও নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন না শুভেন্দুই৷ মুখ্যমন্ত্রীর আরও চাঞ্চল্যকর অভিযোগ, তৎকালীন তমলুকের সাংসদ এবং সিপিএমের দাপুটে নেতা লক্ষ্মণ শেঠের সঙ্গে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু৷

আরও পড়ুন: সোমবার নাড্ডার সঙ্গে 'বিশেষ' বৈঠক! চলতি মাসেই বিজেপিতে অধিকারী বাড়ির 'আরেক' সদস্য? জল্পনা তুঙ্গে

advertisement

রাজ্যপালের বাজেট অধিবেশনের উপরে এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ রাখেন৷ শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠতেই তপ্ত হয়ে ওঠে অধিবেশনের পরিবেশ৷ কারণ রাজ্যপালকে দিয়ে অসত্য ভাষণ পাঠ করানো হয়েছে, এই অভিযোগে সরব হন বিরোধী দলনেতা৷  এ নিয়েই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ শেষ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির নির্দেশ দেন অধ্যক্ষ৷ এর পরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি-র বিধায়করা৷

advertisement

তৃণমূল ত্যাগের পর থেকেই নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব নিয়ে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি শুরু হয়৷ অধিকারী পরিবার না থাকলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অশান্ত নন্দীগ্রামে ঢোকা সম্ভব হত না, এমন দাবিও করেছেন শুভেন্দু৷ এ নিয়ে এতদিন তৃণমূলের অন্যান্য নেতারা শুভেন্দুকে জবাব দিলেও মুখ খোলেননি মমতা নিজে৷ এ দিন বিধানসভায় দাঁড়িয়েই পাল্টা নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুভেন্দু অধিকারী অবশ্য পরে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে বলেন, 'আমি এর কোনও উত্তর দেব না৷ উনি মাথার ডাক্তার দেখান৷ নন্দীগ্রামের মানুষই নির্বাচনের সময় জবাব দিয়েছেন৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Suvendu Adhikari: নন্দীগ্রামে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু? বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল